সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে নালিশ জগনমোহন রেড্ডির

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক বিচারপতির নামে সুপ্রিম কোর্টেরই প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে নালিশ জানালেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy)। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি চিঠি লিখে সুপ্রিম কোর্টের এক বর্ষীয়ান বিচারপতির নামে অভিযোগ করেছেন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের (SK Bobde) কাছে। শনিবার বিজয়ওয়াড়াতে অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা অজেয়া কাল্লাম একটি বিবৃতিতে এই চিঠির কথা জানান। অভিযোগে সুরে জগন বলেছেন, “তেলুগু দেশম পার্টির হয়ে কাজ করছেন ওই বিচারপতি। অন্ধ্রের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ওই বিচারপতির খুব ভাল সম্পর্ক রয়েছে।” তিনি আরও লিখেছেন, “এই ধরনের কাজে তিনি হতাশ ও খুব দুঃখ পেয়েছেন। একটা রাজ্যের নির্বাচিত সরকারকে যাতে কাজ করতে দেওয়া না হয়, তার জন্য দেশের আইনব্যবস্থার খারাপ ব্যবহার করা হচ্ছে।”

এই চিঠিতে অন্ধ্রের হাইকোর্টের প্রধান বিচারক- সহ মোট ৫ বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। বিচারপতি নিজের প্রভাব খাটিয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারকদেরও নিজের দিকে করে নিয়েছেন। ফলে তাঁরাও সরকারের বিরুদ্ধে কাজ করছেন। চিঠির সঙ্গে আরও অনেক কাগজপত্র দিয়ে নিজের অভিযোগের যথার্থতা প্রমাণ করতে চেয়েছেন জগনমোহন রেড্ডি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়েছে প্রধান বিচারপতিকে। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন জগনমোহন রেড্ডি। প্রধান বিচারপতিকে লেখা এই চিঠিতে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন বিরোধী দলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত থেকে শুরু করে জনকল্যাণমুখী নানা প্রকল্প, বারবার আটকে দিচ্ছেন ওই বিচারপতি। তাই এই বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.