স্বাস্থ্যকর্মীদের বীমা প্রকল্পটি ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র

দেশে বিদ্যুতের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। চার লক্ষ পার করেছে আক্রান্তের সংখ্যা। দেশে মারণ ভাইরাসে রাশ টানতে ঝুঁকির মধ্যে থেকে স্বাস্থ্যকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে।অনেক যোদ্ধা করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে অনেকেই। এমনপরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের পরিবারকে সহায়তার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ (PMGKP) এর আওতায় চালু করা স্বাস্থ্য প্রকল্পটি ৬ মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাস্থ্যকর্মীদের কার্যকারিতা পর্যালোচনা করার পরে এই সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের বিমা প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। ২৪ মার্চের আগে কারও মৃত্যু হলে, তাঁর পরিবার বিমার টাকা পাবেন। ২৪ এপ্রিল পর্যন্ত নথি জমা করা যাবে। কেন বিমার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না, তার কোনও ব্যাখ্যা অবশ্য ওই চিঠিতে ছিল না।

এই পরিকল্পনাটি, ২০২০ সালের মার্চ মাসে শুরু হয়েছিল, যখন করোনার মহামারী শুরু হয়েছিল। এই পরিকল্পনা উদ্দেশ্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রদান। যদি তাঁর কোভিড পরিস্থিতিতে কাজ করার কাজ করার সময় মৃত্যু হয়, তবে তার পরিবারের ন্য়ায্য বীমার সুবিধা পাবে।এই স্কিমটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত বীমা সরবরাহ করে। এখনও অবধি, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ প্রকল্পের আওতায় বীমা সংস্থাগুলি ২৮৭ টি ক্লেইম পূরণ করেছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আদেশ জারি করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯ জন। করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিন হাজার। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৩ হাজার ৫২৩ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জনের মৃত্য হয়েছে। অ্য়াক্টিভ মামলার সংখ্যা ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.