রেলযাত্রীদের জন্য বড় খবর। মুম্বই মেট্রোপলিটন রিজিওনের বেশ কিছু স্টেশনে বাড়ানো হল প্ল্যাটফর্ম টিকিটের দাম। সিআরপি-র জনসংযোগ আধিকারিক অর্থাৎ পিআর ডিপার্টমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদার ও লোকমান্য তিলক টার্মিনাসে প্লাটফর্ম টিকিটের ভাড়া বাড়িয়ে করা হল ৫০ টাকা। আগে এই টিকিটের ভাড়া ছিল মাত্র ১০ টাকা। সেন্ট্রাল রেলের তরফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ওই আধিকারিক জানিয়েছেন, করোনা সময়ে প্রচণ্ড গরমে প্ল্যাটফর্মে ভিড় কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মার্চ থেকে নতুন দাম অনুযায়ী টিকিট কাটতে হচ্ছে, এই নিয়ম চলবে ১৫ জুন অবধি। অন্যদিকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মুম্বইয়ে প্রতিদিনকার করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, ফলে তার দিকেও নজর রয়েছে কর্তৃপক্ষের।
উল্লেখ্য করোনার জেরে দেশের আর সব শহরের মতো মুম্বইতেও বন্ধ ছিল লোকাল ট্রেন। প্রায় ৩২০ দিন বন্ধ থাকার পর গত মাসে অর্থাৎ ১ ফেব্রুয়ারি মুম্বইয়ের লাইফ লাইন অর্থাৎ লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। এখন গড় হিসেবে প্রতিদিন প্রায় ৩ লক্ষ মানুষ লোকাল রেল নেটওয়ার্ক ব্যবহার করছেন।
সম্প্রতি কিছুদিন আগেই নিঃশব্দে বেড়েছিল দূরপাল্লার ট্রেন ভাড়া। স্বল্পদূরত্বের ট্রেনের ক্ষেত্রেও ৩ শতাংশ ভাড়া বাড়ানো হবে বলে বলা হয়েছে। এক্ষেত্রে রেলের তরফে বলা হচ্ছে, এখনও যেহেতু করোনা বর্তমান ও কিছু রাজ্যে সংক্রমণ ফের বাড়ছে, তাই স্বল্পদূরত্বে ট্রেনের ব্যবহারে মানুষকে নিরুৎসাহী করতেই এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। রেলের দাবি, এই ভাড়া বৃদ্ধির ফলে বেশ কিছু মানুষ ট্রেন পরিষেবা এড়িয়ে চলবে ফলে সংক্রমণের আশঙ্কা কমবে।
যদিও অনেকের আশঙ্কা এভাবে করোনা জুজু দেখিয়ে প্ল্যাটফর্ম টিকিটের দাম বা স্বল্পদূরত্বের ক্ষেত্রে টিকিটের দাম বৃদ্ধি হলেও পরবর্তীতে তা কতটা কমানো হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে চাপ বাড়ছে মধ্যবিত্তের।