দেশজুড়ে লাফিয়ে বাড়ছে নোভেল করোনার(corona) সংক্রমণ। গোটা দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ছুঁইছুঁই। শনিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৯৫ হাজার ৮১২। দেশে করোনায় মৃত বেড়ে ১২ হাজার ৯৭০। এখনও পর্যন্ত ২ লক্ষ ১৪ হাজার ২০৬ জন করোনা-মুক্ত হয়েছেন।
দেশের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। শনিবার সকাল পর্য়ন্ত স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২০ হাজার ৫০৪।
মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৫৭৫১। মহারাষ্ট্রের পরেই সংক্রমণের নিরিখে দেশে দ্বিতীয় তামিলনাড়ু। দক্ষিণের ওই রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৩৩৪। মৃত বেড়ে ৬২৫।
দিল্লিতেও লাগামছাড়া সংক্রমণ। করোনার সংক্রমণের নিরিখে দেশে তৃতীয় স্থানে রাজধানী। শনিবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দিল্লিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৯৭৯। দিল্লিতে করোনায় মৃত বেড়ে ১ হাজার ৯৬৯।
বাংলাতেও ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবারের সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন।
সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩,০৯০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৫২৯।