গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ২৯৮৪, সুস্থ হয়েছেন ৩৩৩৫জন

পশ্চিমবঙ্গে বিগত কয়েকদিন থেকেই দুহাজার নয়শর ঘরে ঘোরাফেরা করছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবারেও একবার একদিনে আক্রান্ত হয়েছেন ২৯৮৪ জন। গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৩৫জন। এদিন সুস্থতার হার তাই বেড়ে দাঁড়িয়েছে ৮৪.০২শতাংশ। এদিন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪,০৩৯জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৭১হাজার ৬৮১জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১লাখ ৪৪হাজার ২৪৮জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩৩৯৪জনের।

 গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। পাশাপাশি ওই ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭২৮জন। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। এই জেলায় এক দিনে আক্রান্তের সংখ্যা ৭৩১। যেখানে সুস্থ হয়েছেন ৮০৫ জন।এদিনের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই।

 যদিও এদিন নমুনা পরীক্ষাও হয়েছে সর্বাধিক। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫হাজার  ২৯১টি। পরীক্ষিত নমুনার ৮.৫০শতাংশ মানুষের দেহে সংক্রমনের হদিস মিলেছে।

এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০লাখ ২০হাজার ৭৮৪টি। এখন রাজ্যে ৭১টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.