করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন সফল করতে খড়্গপুরে পুলিশি টহল চলছে। অগাস্ট মাসের শেষ পর্যন্ত সপ্তাহে দুদিন লকডাউন চলবে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের সূত্র মতে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এক লক্ষ উনত্রিশ সহস্র একশো উনিশ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এএনআই
করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন সফল করতে খড়্গপুরে পুলিশি টহল চলছে। অগাস্ট মাসের শেষ পর্যন্ত সপ্তাহে দুদিন লকডাউন চলবে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের সূত্র মতে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এক লক্ষ উনত্রিশ সহস্র একশো উনিশ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এএনআই
West Bengal: Police patrols in areas around Kharagpur as bi-weekly lockdown is being observed to contain #COVID19.
— ANI (@ANI) August 21, 2020
The state will observe complete lockdown for 2 days every week until end of August. There are 1,29,119 COVID19 cases, as per the latest state health dept bulletin. pic.twitter.com/2TB7QqoYBP
Designed using Magazine Hoot. Powered by WordPress.