কেশরীনাথ ত্রিপাঠীকে সরিয়ে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন জগদীপ ধানকার। শনিবার দুপুরে একটি প্রেস বিবৃতি প্রকাশ করে তা ঘোষণা করেছে রাষ্ট্রপতির সচিবালয়। আর রাজ্যপাল হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন।
কিন্তু কে এই জগদীপ ধানকার? কী তাঁর রাজনৈতিক পরিচয়?
- রাজনৈতিক পরিচয় ছাড়া জগদীপ ধানকার সুপ্রিম কোর্টের এক বর্ষীয়ান আইনজীবী। রাজস্থান হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি। এমনকী পোড় খাওয়া এই আইনজীবী আইসিসি-র আন্তর্জাতিক আর্বিট্রেশন আদালতেরও সদস্য।
- রাজস্থানে জন্ম ও রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পরে কংগ্রেসে যোগ দেন ধানকার। রাজনীতিতে যোগ দেওয়ার পরেই রাজস্থানের কিষাণগড় থেকে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন তিনি।
- ১৯৮৯ সালে নবম লোকসভায় রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্রে থেকে দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন ধানকার। অল্প সময়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি।
- রাজনৈতিক জীবনের প্রথম দিকে কংগ্রেসে থাকলেও ২০০৩ সালে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দেন এই আইনজীবী নেতা। দলবদল করে ধানকার বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দেখে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।
- রাজস্থানে জাঠ সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় রাখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বর্ষীয়ান এই নেতা।