আজ ভোরে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লাগে। সাতটি প্রসাধনী দ্রব্যের দোকান আগুনের গ্রাসে চলে আসে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত। আগুন নেভানোর কাজ চলছে। আগুন কীভাবে লাগল, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।
2019-06-11
আজ ভোরে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লাগে। সাতটি প্রসাধনী দ্রব্যের দোকান আগুনের গ্রাসে চলে আসে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত। আগুন নেভানোর কাজ চলছে। আগুন কীভাবে লাগল, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।
West Bengal: Fire has broken out in Bidhan Market of Siliguri. Seven cosmetic shops have been gutted in fire. Four fire tenders are present at the spot. Fire fighting operations are underway. More details awaited. pic.twitter.com/NeXjRS99oW
— ANI (@ANI) June 10, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.