অবশেষে পুলিশের হাতে গ্রেফতার দাপুটে নেতা রাকেশ সিং৷ দুই পুলিশ অফিসারকে আটকে রাখাসহ একাধিক অভিযোগে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়৷ মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷ তবে গ্রেফতারের পরে রাকেশ সিং তার ফেসবুকে জানান,মিথ্যা মামলায় পুলিশ আমাকে গ্রেফতার করেছে৷ মমতা সরকারের সামনে আমি মাথা নত করবো না৷
সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দর থেকে বিজেপি নেতা রাকেশ সিং কে গ্রেফতার করে পুলিশ৷ ওই রাতে তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন৷ গোপন সূত্রে খবর পেয়ে, আগে থেকেই পুলিশ বিমানবন্দরে অপেক্ষা করছিল৷ রাত একটা নাগাদ কলকাতা বিমানবন্দরে চেক আউট করে বেরনোর পরই পুলিশ তাকে গ্রেফতার করে৷ পুলিশের সূত্রে খবর, ওয়াটগঞ্জ থানায় পুরনো একটি মামলায় রাকেশকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে লোকসভা ভোটের সময় তার বিরুদ্ধে দুই পুলিশ অফিসারকে আটকে রাখাসহ একাধিক অভিযোগ রয়েছে৷
যদিও রাকেশ সিং গ্রেফতারের পরে তার ফেসবুক পেজে লিখেছেন,কলকাতা পুলিশ আমায় গ্রেফতার করলো৷ আপনারা জানেন, যে নির্বাচনের এক দিন আগে, পুলিশ আমাকে কি ভাবে হেনস্তা করেছিল৷ যা আপনারা ৫ লক্ষ লোক আমার ফেসবুকে দেখেছেন৷ তারপরেই, আমার উপরে বিভিন্ন ধারায় ওয়াটগঞ্জ থানায় আমার উপরে, মিথ্যা কেস দায়ের করে৷ এটাও আপনারা আমার ফেসবুকের মাধ্যমে জানেন৷ দিল্লি থেকে বিমানবন্দরে নামার সময় আমাকে ওই মিথ্যা কেসের জন্য কলকাতা পুলিশ গ্রেফতার করলো৷ আমি, মমতা সরকারের সামনে মাথা নত করবো না এবং আমার ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা এর বিরুদ্ধে, আইনি ও রাজনৈতিক লড়াই লড়তে প্রস্তুত৷
উল্লেখ্য, রাকেশ সিং এর আগেও একাধিক মামলায় গ্রেফতার হয়েছেন৷ তার মধ্যে রয়েছে এলাকায় গণ্ডগোল করা, ভয় দেখানো, সরকারি কাজে বাধা দেওয়া৷ তখন জামিনে ছাড়াও পেলেও এবার তার দু’দিনের পুলিশ হেফাজত হল৷ লোকসভা ভোটের সময় কলকাতায় অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর মূর্তি ভাঙার যে ঘটনা ঘটেছিল৷ সেই ঘটনার পর রাকেশ সিংহের একটি বিতর্কিত ভিডিয়ো সামনে এসেছিল।