‘কাটমানি’ রুখতে পাল্টা স্লোগান ‘ব্ল্যাকমানি’ ফেরত দাও! কালো টাকার বেশির ভাগ যায় আজকাল সিঙ্গাপুরে !

— মৃণাল মজুমদার, দেশের মাটি, বার্লিন।

কাটমানি-র দায় তৃণমূল পার্টির, কারণ পার্টির কর্মীরা অবৈধ ভাবে এই ঘুষ(তোলা) নিয়েছে! ব্ল্যাক মানির সৃষ্টি হয়েছে পূর্বতন সরকার ( কংগ্রেস)-এর ভুল আইন ও দুর্নীতির কারণে, কিছু পুঁজিপতি/পত্নী, ইনকাম ট্যাক্স না দিয়ে, সেই টাকা বিদেশে অবৈধ উপায়ে পাচার করেছে। বিজেপি দায়ী নয়! সে টাকা ঘুষ বা  কাটমানিও হতে পারে।

জার্মানি ও EU-র চাপে সুইজারল্যান্ড আইন চেঞ্জ করার পর, সুইজারল্যান্ড সেই দেশের ব্যাঙ্ক এ রাখা সব টাকার উপর যে সুদ হয়, সেই সুদ এর জন্য যে দেশের টাকা, সেই দেশে যে ট্যাক্স হতো, সুইজারল্যান্ড নিজ থেকে সেই ট্যাক্স সেই দেশের সরকার কে পাঠিয়ে দেয়! অর্থাৎ টাকা বিদেশে পাচার হয়ে গেলেও, মন্দের ভালো, সরকার কিছু আয় করতে পারছে! বিজেপি সরকার ও এই চুক্তি তে সই করেছে, যতটা জানি!

কংগ্রেস আমলে কেবল দুর্নীতি হয়েছে, কংগ্রেস-এর সন্তান দলগুলির ও সহযোগী দলগুলির দায়িত্ব সেই টাকা  ফিরিয়ে আনা বা দেশের ক্ষতি করার জন্য দলগুলি বন্ধ করে দেওয়া!

বিজেপির আমলে যে দুর্নীতি হবে, তার দায় বিজেপির, যদি সেই দুর্নীতি পূর্বের সরকারের আর তাদের করা আইন দায়ী না হয়। বিজেপি-র পার্লামেন্টের ২ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, কোনো আইন পাশ করতে পারেনি! এই যে জনগণ-এর গচ্ছিত ব্যাঙ্ক এর টাকা নিয়ে পুঁজিপতি/পত্নী রা বিদেশে  পালিয়ে যাচ্ছে, ধার শোধ না দিয়ে, তার জন্য বিজেপি সরকার দায়ী নয়! কারণ ধারগুলো দেওয়া হয়েছে অ-বিজেপি আমলে, তেমনি আইনও অ-বিজেপির আমলের। আর বিজেপির আমলে যে ঋণগ্রস্তদের আরও ঋণ দিতে ব্যাঙ্ক বাধ্য হয়েছে, সেটার মূল কারণ পুরানো টাকা তোলার জন্য। কারণ এরা ব্যাঙ্ক ঋণ নিয়ে শোধ করেনি, তেমনি হুমকি দিতো, যদি আরও ঋণ না দেন, কোম্পানি দেউলিয়া হবে, কোনো টাকাই শোধ দেওয়া সম্ভব নয়, ব্যাঙ্ক বাধ্য হয়ে আরো ঋণ দেয় !

বিজেপির আমলে এই নিয়ম চেঞ্জ হচ্ছে! পালিয়ে যাওয়া ঋণ খেলাপিদের বিদেশে গিয়ে আইনি ভাবে arrest করে দেশে ফেরানোর ব্যবস্থা করছে। কিন্তু অ-বিজেপির করা আইনের কারণেই এরা কোর্ট থেকে মুক্তি পাবে! আইনের ঢালাও সংস্কার করা সময়-সাপেক্ষ কাজ; আর পেইড মিডিয়া দিয়ে এরা নতুন আইনের বিরুদ্ধে জনমত সৃষ্টি করবে ব্যবসায়ী ও তাদের দালাল দলগুলো ! জনগণ আইন জানেনা, তেমনি পেইড মিডিয়া জনগণ কে ম্যানিপুলেট করে, তাই আসল সত্য প্রকাশ পায়না!

আজকাল কালো টাকার বেশির ভাগ  সুইজারল্যান্ড এ না গিয়ে যায় সিঙ্গাপুরে! চিকিৎসার নাম করে বা বড় বড় বাক্স নিয়ে সিনেমা জগতের লোকদের সাথে  নিয়ে, কেন ব্যবসায়ী নেতারা সিঙ্গাপুর যায় বুঝলেন তো?

কোন্ কালিদাস এমন স্লোগান বাজারে ছাড়ে? ব্ল্যাক মানি ও কাট মানির আইনগত পার্থক্য যারা বোঝেনা, সেই দল কি করে রেজিস্ট্রেশন পায়? দলীয় সমাবেশের খরচ এর জন্য ৫০০০ পুলিশের নিয়োগের টাকা কেন পার্টি দেবেনা?

(মৃণাল মজুমদার, কমপিউটার প্রকৌশলী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.