প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে ফোন পুলিশ কন্ট্রোল রুমে! রাতভর তল্লাসির পর প্রথমে আটক, পরে গ্রেফতার অভিযুক্ত। বৃহস্পতিবার গভীর রাতে পিসিআরে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোদীকে খুন করবে বলে জানায়। বলে, প্রধানমন্ত্রীকে মেরে ফেলব। সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় এজেন্সিগুলি কে, কোথা থেকে ফোন করল, অনুসন্ধানে টিম নামিয়ে দেয়। সারা রাত ধরে তন্নতন্ন করে খোঁজ চলে। অনেকগুলি টিম সক্রিয় হয়। শেষ পর্যন্ত ভোরবেলায় ফোনে হুমকি দেওয়া লোকটিকে শনাক্ত করা সম্ভব হয়। সলমন ওরফে আরমান নামে ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায় উত্তরপূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আনুমানিক ২২ বছরের লোকটি মাদকাসক্ত। গাজিয়াবাদের লোনি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সলমনকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের টিম ও ইনটেলিজেন্স ব্যুরোর গোয়েন্দা তাকে জেরা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন, একটি টিম লোকটির সঙ্গে কথা বলতে বলতে ব্যস্ত রাখে, আরেকটি টিম তার লোকেশন চিহ্নিত করতে থাকে টেকনিকাল নজরদারির মাধ্যমে। তাকে খাজুরি খাস চক এলাকায় পাওয়া যায়। পুলিশের লোকজন কাবু করে ফেলে, তাকে খাজুরি খাস থানায় নিয়ে আসে। একটি সূত্রের খবর, সে আবার জেলে ঢুকতে চায় বলেই প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে বলে জেরায় সলমন জানিয়েছে।
সলমনের নামে একাধিক মামলা ঝুলছে। আপাতত সে জামিনে জেলের বাইরে ছিল।
প্রসঙ্গত, গত বছর জানুয়ারি মাসেও প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হয়েছিল। তখন দেশের নানা শহরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভ চলছিল। লোকটি দুটি আইন রূপায়ণের বিরুদ্ধে অনলাইনে পোস্ট করেছিল, প্রধানমন্ত্রীকেও চরম পরিণতির হুমকি দিয়েছিল।