পাৰ্ক স্ট্রিট কাণ্ডের পর ফের কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে ফিরছেন দময়ন্তী সেন

ফের রাজ্যে আইপিএস পুলিশ অফিসার বদলি৷ সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের এক বিজ্ঞপ্তি অনুসারে, সাতজন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে৷ এদের মধ্যে দময়ন্তী সেনকে ফিরিয়ে আনা হচ্ছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) পদে৷

কয়েক বছর আগে পার্ক স্ট্রিটের একটি গণধর্ষণকাণ্ডের তদন্ত রিপোর্ট নিয়ে বিতর্ক দেখা দেয়৷ তারপরই তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরতে হয়েছিল দময়ন্তী সেনকে৷ তাকে পাঠানো হয়েছিল কম গুরুত্বপূর্ণ পদ দিয়ে ব্যারাকপুর পুলিশ ট্রেনিংয়ে৷ যদিও সেই সময় বলা হয়েছিল এটা রুটিন বদলি৷ সোমবার রাজ্য সরকার ফের বিজ্ঞপ্তি জারি করে জানাল, আইপিএস দময়ন্তী সেনকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(৩)পদে ফিরিয়ে আনা হচ্ছে৷ বর্তমানে তিনি রাজ্যের আইজিপি(প্রশাসন) পদে রয়েছেন৷

এছাড়া অজয় কুমার নন্দকে নতুন পদ দিয়ে নিয়ে আসা হচ্ছে৷ তাঁকে স্পেশাল টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গ বা এসটিএফ এর আইজি পদ দেওয়া হয়েছে৷ বর্তমানে তিনি আইজিপি দার্জিলিং৷ ডিআইজি সিআইডি (অপারেশন) নিশাত পারভেজকে বদলি করা হল ডিআইজি এসটিএফ পদে৷

সুপ্রতিম সরকারকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) পদ থেকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-৪ পদে৷ তার জায়গায় আসছেন দময়ন্তী সেন৷ অশোক কুমার প্রসাদকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৪) থেকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের আইজিপি পদে৷ অমিত পি জাভালগি এসএস আইবি৷

হাওড়া পুলিশ কমিশনারেট এর ডিসি হেডকোয়ার্টার সুনিল কুমার যাদবকে বদলি করা হয়েছে এসপি, এসটিএফ, ওয়েস্টবেঙ্গল পদে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.