করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মোকাবিলার ক্ষেত্রে প্রথম সারিতে দাঁড়িয়ে যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করে চলেছেন তাদেরকে আগে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মূলত কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) যে সমস্ত সাফাই কর্মী যারা প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করে চলেছেন তাদেরকেই সবার আগে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। কারণ এই সমস্ত কর্মীরা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে চলেছেন এবং সবচেয়ে বেশি মাত্রায় তারাই এই মহামারীতে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের অনেক কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে অনেকেই মারা গেছেন । অনেকেই আবার মোকাবিলা করে ফিরে এসেছেন।
তাই এই সমস্ত কর্মীদের আগেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া অন্য অন্য ক্ষেত্রে যে সমস্ত সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন তাদেরকেও করোনার ভ্যাকসিন দেওয়া হবে। যেমন ডাক্তার,নার্স আশা কর্মী, পুলিশ যারা সামনে থেকে কাজ করছে তাদেরকে এই করোনার ভ্যাকসিন আগে দেওয়া হবে। কারণ সমাজকে বাঁচানোর ক্ষেত্রে সবার আগে এগিয়ে এসে কাজ করে। এরা যদি আক্রান্ত হন তাহলে সমাজের কাঠামোই ভেঙে যাবে। সেক্ষেত্রে তাদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হবে ।শুধুমাত্র শহর কলকাতায় নয়, জেলা ব্লক গ্রাম সমস্ত স্তরের কিন্তু এই কাজ করা হবে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে।
2020-10-29