ফের লকডাউন রাজ্যে, ১৫ দিন বন্ধ অফিস-বাস-মেট্রো-লঞ্চ

ক্রমশ বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণের জেরে রাজ্যে ফের লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। আপাতত ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করল নবান্ন। আগামীকাল সকাল থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যত লকডাউন চলবে রাজ্যে।  শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি ও বেসরকারি দফতর এবং অফিস খোলা থাকবে। বাকি সমস্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হল। বন্ধ থাকবে সমস্ত সরকারি, বেসরকারি বাস, ট্যাক্সি, মেট্রো এবং জলযান। বন্ধ থাকবে অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। তবে শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য চালানো যানবাহনে ছাড় দেওয়া হয়েছে। বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও। তবে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন লকডাউন কথাটি বলেননি, তবে তিনি যে সরকারি নির্দেশিকা ঘোষণা করলেন সেটা লকডাউনেরই সামিল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সমস্ত শপিং মল, মার্কেট কমপ্লেক্স, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, জিম, বার বন্ধ থাকবে। তবে বাজার, হাট খোলা রাখা যাবে শুধুমাত্র সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত। অর্থাৎ একবেলায় তিনঘন্টার জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। মিস্টির দোকান অবশ্য খোলা রাখা যাবে বিকেল পাঁচটা পর্যন্ত। ছাড় থাকছে ওষুধের ও চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের দোকানগুলিতে। ব্যাঙ্কের কাজকর্ম চলবে বেলা দুটো পর্যন্ত। পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হল সমস্ত রকম জমায়েতের ওপর। মৃতদেহ সৎকার করার জন্য অনধিক ২০ জন যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.