গোটা ভারতে সবথেকে মোদী বিরোধিতা যদি কেউ করে থাকে, তাহলে সেটা হল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। গত ২০১৪ এর নির্বাচনে বিজেপির সাথে জোট করে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু ২০১৮ থেকেই উনি শুরু করেছিলেন মোদী বিরোধিতা। ২০১৮ তে উনি ছেড়ে দিয়েছিলেন বিজেপির সঙ্গ। এমনকি উনি কেন্দ্রে সরকার ফেলে দেওয়ার জন্য লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সেখানে বিশাল বড় হার হয়েছিল চন্দ্রবাবু নাইডুর। এরপর থেকেই গোটা দেশের সমস্ত আঞ্চলিক দল গুলোর সাথে জোট করে ২০১৯ এ কেন্দ্রে সরকার গড়ার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি ভোটের মধ্যেও উনি গোটা দেশে ছোট বড় সমস্ত রাজনৈতিক দল গুলোর সাথে সাক্ষাৎ করে মোদী বিরোধী হাওয়ায় তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ওনার সব চেষ্টা বিফলে গেলো। দেশের ক্ষমতা তো দূরের কথা। উনি এবার নিজ রাজ্যেও ক্ষমতা হারাতে চলেছেন।
আসুন দেখে নিই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুনাচল প্রদেশের বিধানসভা আসনের পরিসংখ্যান।
উড়িষ্যা
মোট বিধানসভা আসন ১৪৬ টি। জয়ের জন্য চাই ৭৫ টি
বিজেপি – ১৯
বিজু জনতা দল – ৬৪
কংগ্রেস – ৭
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা – ১
অন্ধ্রপ্রদেশ
মোট বিধানসভা আসন ১৭৫। জেতার জন্য চাই ৮৯ টি।
জন সেনা পার্টি – ১
তেলেগু দেশম পার্টি – ২৪
ওয়াইএসআর কংগ্রেস – ১৩৭
সিকিম
মোট বিধানসভা আসন ৩২। জেতার জন্য চাই ১৭।
সিকিম ডেমোক্র্যাটিক পার্টি – ২
সিকিম ক্রান্তিকারি মোর্চা – ৫
অরুনাচল প্রদেশ
মোট বিধানসভা আসন ৬০। জেতার জন্য চাই ৩১।
বিজেপি – ১০
নির্দলীয় – ১
জনতা দল ইউনাইটেড – ১