ব্যাঙ্ক জালিয়াতি ঠেকাতে মঙ্গলবার দেশ জুড়ে বড় অভিযানে নামল গোয়েন্দা সংস্থা সিবিআই। মঙ্গলবার গোয়েন্দাদের টিম দেশের ১৮ টি শহরের ৫০ টি জায়গায় হানা দেয়। দেশের ১২ টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে কোম্পানিগুলির প্রমোটার ও ডায়রেক্টরদের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আছে, তাঁদের বাড়িতে ও অফিসে তল্লাশি চালানো হয়েছে।
সিবিআইয়ের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, এদিন দেশ জুড়ে ব্যাঙ্ক জালিয়াতির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। বিভিন্ন কোম্পানির প্রমোটার, ডায়রেক্টর ও কয়েকজন ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে ১৪ টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি জানান, এখনও তল্লাশি চলছে।