চিটফান্ড তদন্তে ফের চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে জেরা করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। দু’ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা।
গত মাসের ৫ জুলাইয়ও শুভাপ্রসন্নকে ডেকে জেরা করেছিল সিবিআই। ফের এ দিন তাঁকে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, দুটি বিষয়ে শুভাপ্রসন্নর থেকে বিস্তারিত জানতে চেয়েছেন গোয়েন্দারা। এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি। এবং দুই, তাঁর দেবকৃপা কোম্পানি, সারদা কর্তা সুদীপ্ত সেনকে ৬ কোটি টাকার বিনিময়ে একটি চ্যানেল বিক্রি করেছিল, সে ব্যাপারেও জানতে চাইছেন গোয়েন্দারা।
আগেরবার শুভাপ্রসন্ন বলেছিলেন, তাঁকে জেরার জন্য ডাকেনি সিবিআই। ডেকেছে সাক্ষী হিসেবে কিছু কাগজপত্র দেখার জন্য। কিন্তু এ দিন হলুদ পাঞ্জাবি পরিহিত শুভাপ্রসন্ন সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।
মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে কলকাতা টাউন হলে প্রদর্শনী হয়েছিল। অভিযোগ, এই গোটাটার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শুভাবাবু। এ নিয়ে এর আগে কলকাতা কর্পোরেশনের কয়েকজন কর্মীকেও জেরা করে সিবিআই। অনেকের মতে, ওই প্রদর্শনী থেকে যাঁরা ছবি কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই নাকি কোনও না কোনও চিটফান্ড সংস্থার মালিক।
চ্যানেল বিক্রির ব্যাপারেও গোয়েন্দারা জানতে চাইছেন, সেটা ব্যবসায়িক নিয়ম মেনে হয়েছিল নাকি সুদীপ্ত সেনের উপর চাপ দিয়ে করানো হয়েছিল। সবটাই গভীরে গিয়ে দেখতে চাইছে সিবিআই। উদ্দেশ্য একটাই, বৃহত্তর ষড়যন্ত্রের উৎসে পৌঁছনো।