গুজরাটের কচ্ছের রণে সীমান্তবর্তী এলাকা ‘বিকাশোৎসব ২০২০’-র সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের স্বার্থেই এই ‘বিকাশোৎসব’। বৃহস্পতিবার সকালেই গুজরাটের কচ্ছের রণে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে যাওয়ার পর ‘বিকাশোৎসব ২০২০’-র সূচনা করেন তিনি। পাশাপাশি তিনটি সীমান্ত জেলা-কচ্ছ, বনসকান্ঠা এবং পাটানের গ্রাম প্রধানদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের সুবিধার জন্য এই ‘বিকাশোৎসব’। আমাদের প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দেশের সুরক্ষায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের ভূমিকা প্রশংসনীয়। অমিত শাহ এদিন আরও বলেন, ‘ভূমিকম্পের পর ২০০১ সালে আমি যখন ভুজে এসেছিলাম, তখন ভগ্নপ্রায় ছিল। জনগনের বসবাসস্থল তছনছ হয়ে গিয়েছিল। এখন শপিং মল ও বিল্ডিং নির্মিত হয়েছে। এটাই ভুজের জনগণের সহনশীলতার প্রমাণ।’
2020-11-12