বেতন ও পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা করল আরবিআই (Reserve Bank Of India)। গতকাল শুক্রবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ঘোষণা করেছে যে জাতীয় অটোমেটেড ক্লিয়ারিং হাউস (NACH) চলতি বছরের ২০ আগস্ট থেকে কার্যকর হবে। শুধু তাই নয়, এই পরিষেবা মিলবে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা।
জাতীয় অটোমেটেড ক্লিয়ারিং হাউস (NACH) কী?
এই প্রশ্নের উত্তর জানার আগে আপনি জেনে নিন, বাল্ক পেমেন্ট (Bulk Payment) সন্মন্ধে। বাল্ক পেমেন্ট হল এমন একটি ব্যাংক সিস্টেম, যা কোনও অর্থ প্রদানকারীকে বাল্ক তালিকায় একাধিক ডেবিট প্রদান করতে, যেমন, বেতন প্রদানের অনুমতি দেয়। এবার বলি নাচ কি— নাচ হল এনপিসিআই (NPCI) দ্বারা পরিচালিত একটি বাল্ক পেমেন্ট সিস্টেম। এটি এক থেকে একাধিক Credit স্থানান্তর প্রক্রিয়া। যেমন ডিভিডেন্ড প্রদান, সুদ, বেতন, পেনশন ইত্যাদি প্রদানের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, জল, লোণের ক্ষেত্রে পর্যায়ক্রমিক কিস্তি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বীমা প্রিমিয়াম ইত্যাদি।
“নাচ বিপুল সংখ্যক সুবিধাভোগীদের কাছে প্রত্যক্ষ বেনিফিট ট্রান্সফার (DBT) হিসাবে একটি জনপ্রিয় এবং বিশিষ্ট পদ্ধতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটি বর্তমান করোনা সময়কালে এবং স্বচ্ছ উপায়ে সরকারী ভর্তুকি স্থানান্তর করতে সহায়তা করেছে। গ্রাহকের সুবিধাকে আরও বাড়ানোর লক্ষ্যে , এবং আরটিজিএসের (RTGS) ২৪ ঘণ্টা প্রাপ্যতা অর্জনের জন্য,। বর্তমানে নাচ কেবল মাত্র ব্যাংক কার্য দিবসে পাওয়া যায়, তবে ২০২১ সালের ১ আগস্ট থেকে কার্যকরভাবে সপ্তাহের সমস্ত দিন এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে আরবিআই।
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI) আরও উল্লেখ করেছে যে এই সমস্ত ব্যবস্থার জন্য প্রাসঙ্গিক নির্দেশাবলী / সার্কুলার আলাদাভাবে জারি করা হবে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee) জন্য আরও একটি দুর্দান্ত খবর ৷ বেতনের (Salary) সঙ্গে বাড়ছে ডিএ (DA) অর্থাৎ একসঙ্গে দ্বিগুণ (Double Benefit) লাভ পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Govt Employee) ৷ DA বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যাপ্রেইজালও হতে চলেছে ৷ জানা যাচ্ছে, আগামী ৩০ জুনের মধ্যে সমস্ত কর্মীদের (Employee) সেল্ফ অ্যাসেসমেন্টের (Self Assessment) আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে ৷