ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বুদ্ধিজীবী মহলকে পকেটে রেখতে চেয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই মতে বাংলার অনেক বুদ্ধিজীবীরাই শাসক দলে নাম লিখিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন শুভাপ্রসন্ন ভট্টাচার্য যিনি আবার সারদা কাণ্ডে অভিযুক্ত, সুবোধ সরকার যিনি কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে গোরুর মাংস খেয়েছিলেন। আর অভিনেত্রী অপর্ণা সেন।
যদিও ‘ জয় শ্রী রাম ” স্লোগান ইস্যু নিয়ে মমতা ব্যানার্জীর বিরুদ্ধেই মুখ খুলেছিলেন তৃণমূল ঘেঁষা বুদ্ধিজীবী অপর্ণা সেন। তিনি বলেছিলেন, মমতা ব্যানার্জী এভাবে কাউকে ধ্বনি দেওয়া থেকে আটকে নিজের কবর নিজেই খুঁড়ছেন। এবার শুধু অপর্ণা সেন না, তৃণমূলে বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছেন বাংলার বেশ কিছু বিদ্বজনেরা।
প্রাপ্ত খবর অনুযায়ী, কবি শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অপর্ণা সেন, চন্দন সেন, নবনীতা দেব সেন সহ আরও অনেকে এবার তৃণমূলের বিরুদ্ধে পথে নামতে চলেছেন। আগামী ১৮ জুন রবীন্দ্রসদনে প্রথম সভা অনুষ্ঠিত হবে তাদের।
ভোট এবং ভোটের পরেও রাজ্যে হিংসার ছবি। রাজনৈতিক সংঘর্ষ এবং নানান ইস্যু নিয়ে এবার তাঁরা শাসক দলের বিরুদ্ধে পথে হাঁটবেন। এর আগেও বহুবার রাস্তায় নেমেছিলেন বুদ্ধিজীবীরা। মমতা ব্যানার্জীর আমলেও অনেক বার রাস্তায় বুদ্ধিজীবীদের দেখা গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো তৃণমূলের সমর্থনে। কিন্তু এবার বাংলার বিদ্বজনেরা কোন দলের সমর্থনে না। রাজ্যের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে বলেই পথে নামতে চলেছেন।