বাঁকুড়া সারেঙ্গায় ওয়াটার ট্যাঙ্কের ভেঙে পড়ার ঘটনায় মুখ বাঁচাতে তৎপর হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। মাত্র দু’বছরের মধ্যে ওয়াটার ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এগিয়ে বাংলা’-র স্লোগান। সেই বিড়ম্বনা এড়োতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। মাঝেরহাট ও পোস্তা সেতু ভেঙে পড়ার পর যেভাবে বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য প্রশাসন। সেই পথেই এবার ওয়াটার ট্যাঙ্কের (Water Tank) স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (PHE) মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি জানিয়েছেন, নির্মীয়মান এবং পুরোনো সমস্ত ওয়াটার ট্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
আগামী ১৫ দিনের মধ্যে বিভাগীয় আধিকারিকদের এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। প্রয়োজনে তেমন কোনও বড় ধরনের ত্রুটি ধরা পড়লে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের দিয়ে জল ট্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।