“অমিত শাহ হাওড়ায় আসছেন ৩১ জানুয়ারি। ওইদিন হাওড়ায় ডুমুরজলায় সভা করবেন তিনি। ওইদিন যোগদান মেলায় বিজেপিতে অনেকে যোগদান করবেন। হাই প্রোফাইল কারা সেদিন বিজেপিতে যোগদান করছেন সেটা সবাই জানেন। এনিয়ে আমি কিছু বলতে চাই না।” এমনটাই বললেন সাংসদ অর্জুন সিং।
উল্লেখ্য, গত গত ২৩ জানুয়ারি বেলুড়ের জি টি রোডে বিজেপি’র অবরোধ চলাকালীন যে হামলা হয়েছিল সেই হামলায় গুলিতে জখম প্রমোদ দুবেকে দেখতে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, আমাদের কর্মীর যেভাবে গুলি লেগেছে, একটু শরীরের উপরে লাগলে কঠিন ছিল বাঁচানোর। সৌভাগ্যবশতঃ উনি বেঁচে গিয়েছেন। সারা বাংলায় একই পরিস্থিতি। হাওড়াও এর ব্যাতিক্রম নয়। যারা গুলি চালিয়েছে তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ নিস্ক্রিয় অবস্থায় রয়েছে। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, ৩১ জানুয়ারী অমিত শাহের সভায় তৃণমূল সাফ হয়ে যাবে। ৩৬ বছর এক হিংসা দেখেছি। সাড়ে ৯ বছরে আরও এক হিংসা দেখছি। ৩৪ বছরের হিংসাকে ছাপিয়ে গিয়েছে সাড়ে ৯ বছরের হিংসা।
অন্যদিকে, কাল শুক্রবারই রাজ্যে আসছেন অমিত শাহ। ৩০ ও ৩১ তারিখ একাধিক কর্মসূচি। যোগ দেবেন একাধিক নেতা। তবে কারা কারা যোগ দেবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি মুকুল রায়। এমনকি যোগদানের বিষয়ে একেবারে স্পিকটি নট অর্জুন সিংও।
উল্লেখ্য, হাতেগোনা আর দু-একমাস। তারপরই বিধানসভা নির্বাচনে মেতে উঠবে বাংলা। শাসক থেকে বিরোধী এখন সবপক্ষই প্রচারে ব্যস্ত৷ হাওড়া গ্রামীণ জেলায় গেরুয়া শিবিরের জমিকে আরও শক্ত করতে উলুবেড়িয়ায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপি সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারী রবিবার দুপুরে একাধিক কর্মসূচি নিয়ে গ্রামীণ হাওড়ায় আসছেন অমিত শাহ।
হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সূত্রে খবর, ৩১ জানুয়ারী দুপুরে হাওড়া সদরে কর্মসূচি শেষ করে পাঁচলার একটি মাঠে চপারে নামবেন৷ তারপর রঘুদেবপুরে একটি তপশিলি পরিবারে মধ্যাহ্নভোজন সেরে পৌঁছে যাবেন উলুবেড়িয়া শহরে।
উলুবেড়িয়া পৌরসভা থেকে লকগেট অব্ধি একটি রোড শোয়ে অংশ নেবেন অমিত শাহ। তারপর তিনি উলুবেড়িয়া কালীবাড়িতে গিয়ে পুজো দেবেন বলে জানা গেছে। কর্মসূচি শেষে কোলকাতা ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
হাওড়া গ্রামীণ জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি প্রত্যুষ মন্ডল বলেন,”আগামী ৩১ শে জানুয়ারি গ্রামীণ হাওড়ার মানুষ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবেন।
জানা যাচ্ছে ওই ঐতিহাসিক সভাতেই সম্ভবত একাধিক তৃণমূল বিধায়ককে দেখা যেতে পারে। দেখা যেতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া সহ একাধিক তৃণমূল নেতাকে।