এক মাস পর নিতে হবে দ্বিতীয় ডোজ, জেনে নিন রাজ্যে টিকাকরণের নিয়ামাবলী

এক মাস পর নিতে হবে দ্বিতীয় ডোজ, জেনে নিন রাজ্যে টিকাকরণের নিয়ামাবলী

সমগ্র দেশের পাশাপাশি রাজ্যজুড়েও শুরু হয়ে গিয়েছে টিকাকরণের কাজ। বিভিন্ন হাসপাতালে চলছে টিকাকরণ৷ প্রথম পর্যায়ে টিকা পাবেন চিকিৎসক-নার্স সহ সকল স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কাররা৷ পরবর্তী পর্যায়ে টিকা দেওয়া হবে প্রবীণ নাগরিকদের৷ তৃতীয় পর্যায়ে টিকা পাবেন বাকিরা৷ তবে এখনই শিশু বা কিশোরদের এই তালিকায় রাখা হয়নি৷ আগামী দিনে প্রত্যেক দেশবাসী করোনার টিকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

বলে রাখা ভালো, অন্যান্য টিকার সঙ্গে করোনার টিকার কিছু পার্থক্য রয়েছে৷ এক্ষেত্রে কঠোর ভাবেই বেশ কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে৷ কোভ্যাক্সিন ও কোভিশিল্ডে আস্থা থাকলেও, এর কার্যকারীতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সম্পূর্ণ চিন্তামুক্ত হতে পারেনি দেশ৷ গত ৩ জানুয়ারি জোড়া টিকায় অনুমোদন দেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভিজে সোমানি৷ জরুরি ভিত্তিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হয়৷

টিকাকরণের জন্য কী কী নিয়ম মেনে চলতে হবে তা দেখা নেওয়া যাক-

•টিকা নেওয়ার জন্য প্রথমে আসতে হবে প্রি-ভ্যাকসিনেশন এরিয়াতে। এর জন্য আগে থেকে নাম নথিভুক্ত থাকতে হবে।
• প্রি-ভ্যাকসিনেশন এরিয়াতে আপনার যাবতীয় নথি যাচাই করে দেখা হবে৷
• এখান থেকে ছাড়পত্র পেলে তবেই নির্দিষ্ট ঘরে গিয়ে টিকা নিতে হবে৷
•টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়া যাবে না৷ আধ ঘণ্টা পোস্ট ভ্যাকসিনেশন এরিয়াতে পর্যবেক্ষণে থাকতে হবে৷
•এই সময় কোনও রকম শারীরিক সমস্যা বা প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে চিকিৎসককে জানাতে হবে৷ স্বাস্থ্য দফতরের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে৷
•টিকারকরণের পর মিলবে একটি কার্ড৷
•দ্বিতীয় ডোজ কবে পাবেন, তা ফোনে জানানো হবে৷
•মোটামুটি এক মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হবে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, ইতিহাসে এত বড় টিকাকরণ কর্মসূচি আগে কখনও হয়নি। টিকা নেওয়ার পরও দেশবাসীকে মাস্ক-দূরত্ববিধি ও যাবতীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। করোনা টিকার কার্যকারীতা নিয়ে দেশের মানুষ যাতে কোনও গুজবে কান না দেয়, সেই পরামর্শও দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.