মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাঙালি অবাঙালিদের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ আনলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
বুধবার নিজের এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বিদ্যসাগরকে সামনে রেখে ‘দিদি’র বাঙালিত্ব জাগিয়ে তোলার চেষ্টা দেখলাম। তৃণমূল ও বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণ করছে ― এটা দৃশ্যমান।” সঙ্গে অধীর আরও লেখেন, ‘দিদি’ খুব চালাকি করে বাঙালি ও অবাঙালি বিভাজন করার চেষ্টা করছে।
ধীরে ধীরে বাংলার রাজনীতির ভাষা পাল্টে যাচ্ছে।” প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বিভেদের রাজনীতি করার অভিযোগ আনলেন অধীর চৌধুরী।
এর আগে বিজেপি তৃণমূল সুপ্রিমো বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ আনলেও, এভাবে বাঙালি অবাঙালিদের মধ্যে বিভেদ করার অভিযোগ আনেননি। যা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তির পক্ষে মোটেই ভালো খবর নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।