যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কম বয়স থেকেই নতুন প্রজন্ম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত। সেকথা মাথায় রেখে, নবপ্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ জোর দিতে চলেছে সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই উপলক্ষে মানিকতলায় সংগঠনের দপ্তরে হয়ে গেল, দু’দিনের সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কর্মশালা। রবিবার ছিল তার শেষ দিন।
রাজ্যের প্রায় সব জেলার সাংগঠনিক প্রধান বা প্রতিনিধিরা এই কর্মশালায় যোগ দিয়েছিলেন। প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন ওড়িশায় সংগঠনের সোশ্যাল মিডিয়া বিভাগের আহ্বায়ক শ্রুতিরঞ্জন বিসওয়াল। এছাড়াও সংগঠনের রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকার ও রাজ্য সহ-সাংগঠনিক সম্পাদক বাইলোচন শাহও এই কর্মশালায় যোগ দিয়েছিলেন।
বর্তমানে এরাজ্যে মূল থেকে ছাত্র, সব সংগঠনই সোশ্যাল মিডিয়ায় বিশেষ জোর দিয়েছে। বেশি করে জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এই সোশ্যাল মিডিয়া উল্লেখযোগ্য ভূমিকাও নিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবোধ এবং আদর্শ সামাজিক রীতিনীতির প্রচার, প্রসার ঘটাতে চায় বিদ্যার্থী পরিষদ। সেকথা মাথায় রেখেই, আগামী দিনে জেলা এবং পরবর্তীতে মহকুমাভিত্তিক সোশ্যাল মিডিয়া সেল গড়ে তুলতে বদ্ধপরিকর এই ছাত্র সংগঠন।