গত কালের তুলনায় পশ্চিমবঙ্গে বেশ খানিকটা বাড়ল সংক্রমণ। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২৬জন । একদিনে সুস্থ হয়ে উঠছেন ১১৩৬জন।সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭৫শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৫৮ শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই। এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৮হাজার ২৪৫জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৫৯হাজার ৯৯জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ৪০হাজার ৯৫২জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৯০২জনের।
এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৮জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৩২৫জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১৭১৭ জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ২৫৪ জন। সুস্থ হয়ে উঠছেন ২১২জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৬হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩লাখ ৭২হাজার ১৫৬টি। এখন রাজ্যে ৯৯টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2021-01-09