প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীমণ্ডলে আজ মোট ৪৩ জন নেতা শপথ নেবেন। সন্ধ্যা ৬টার সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজীব চন্দ্রশেখরের মতো দিগগজ মন্ত্রীরা শপথ নেবেন। মন্ত্রীমণ্ডলে যুক্ত হওয়া নেতাদের মধ্যে সবার প্রথম নাম রয়েছে নারায়ণ রানের। এছাড়াও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়াল, পশুপতি কুমার পারস, টিকমগড়ের সাংসদ বীরেন্দ্র কুমার খটিক, জেডিইউ সাংসদ রামচন্দ্র প্রসাদ সিং, মীনাক্ষী লেখি, রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব, বিহারের সাংসদ রাজ কুমার সিং, উত্তর প্রদেশের আপনা দলের অনুপ্রিয়া পাতিল।
প্রধানমন্ত্রী এই ক্যাবিনেট বিস্তার আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নিয়েছেন। আর এই কারণে উত্তর প্রদেশ থেকে অনুপ্রিয়া পাতিল, কৌশল কিশোর, বিএল বর্মা, সত্যপাল সিং বাঘেলের মতো নেতাদের নাম রয়েছে। এছাড়াও উত্তরাখণ্ড থেকে অজয় ভট্টকে কেন্দ্রীয় মন্ত্রীমণ্ডলে জায়গা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের আগে বেশ কয়েকজন পুরনো মন্ত্রী ইস্তফা দিয়েছেন। যাদের মধ্যে উল্লেখ্য হলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। সদানন্দ গোউড়া, সন্তোষ গাঙ্গওয়ার, সঞ্জয় ধোতরে, হর্ষবর্ধন, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী।
মোট ১১ জন মন্ত্রী আজ ইস্তফা দিয়েছেন। আর আজ মোট ৪৩ জন সাংসদ মন্ত্রীপদে শপথ নিতে চলেছেন। কেন্দ্রীয় মন্ত্রীসভায় বর্তনামে ৫৩ জন মন্ত্রী রয়েছেন, নিয়ম অনুসারে মোট ৮১ জন কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক আজ কোন কোন নেতা শপথ নিচ্ছেন।