পশ্চিমবঙ্গে বঙ্গে নতুন করে আক্রান্ত ২২৯, মৃত ৯ জন

পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৯জন । একদিনে সুস্থ হয়ে উঠছেন ৩৩৮জন।  সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.২৪শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.১৩শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। রবিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই। এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৫হাজার ৫৫৩জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৬৯হাজার ৯৯৮জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ৫৪হাজার ২৭২জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০হাজার ১৭৩জনের। 
এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৬৮জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১জনের। বর্তমানে এখন পশ্চিমবঙ্গে আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১২১২জন। এদিকে উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৮জন। সুস্থ হয়ে উঠছেন ১০৩জন। 
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৫হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯লাখ ৯৫হাজার ৮৫৪টি। এখন রাজ্যে ১০৩টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.