১২ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রাজ্যে লকডাউন হচ্ছে না। বৃহস্পতিবার টুইট করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন NEET পরীক্ষা থাকায় লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শুক্রবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে।
বৃহস্পতিবার দুপুরে ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানান যে NEET পরীক্ষার্থীদের কথা ভেবে ১২ সেপ্টেম্বর, শনিবার সার্বিক লকডাউন বাতিল করা হচ্ছে। তিনি টুইটে লিখেছেন, ‘সরকার আগেই ১১ ও ১২ সেপ্টেম্বরের লকডাউনের কথা ঘোষণা করেছিল।
কিন্তু ১৩ তারিখ NEET 2020 পরীক্ষা থাকায় ১২ তারিখ লকডাউনের বিধিনিষেধ তুলে দিতে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আমাদের কাছে একাধিক অনুরোধ আসতে থাকে। লকডাউন থাকলে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে বিভিন্ন অসুবিধার মুখে পড়তে হবে পরীক্ষার্থীদের, সেটাও জানানো হয়।
এই পরিস্থিতিতে এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে ১২ সেপ্টেম্বর, শনিবারের লকডাউন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগের ঘোষণা অনুযায়ী ১১ সেপ্টেম্বর, শুক্রবার রাজ্য জুড়ে লকডাউন বহাল থাকবে।
পরীক্ষার আগে টানা দু’দিনের লকডাউনে কমবেশি সমস্যায় পড়বেন দূর–দূরান্তের পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। সেই সমস্যার সমাধান করতেই এমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা।
পাশাপাশি এদিন টুইটে আসন্ন পরীক্ষার ব্যাপারে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।