আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই ম্যাচে মুম্বই ও দিল্লি— দুই দলই তাদের প্রধান অস্ত্রদের ছাড়াই মাঠে নামবে।
- যশস্বী জয়সওয়াল: একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুরুতর ‘ফুড পয়জনিং’ বা খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই তরুণ ওপেনারকে। সেখানে তাঁর এন্ডোস্কোপিও করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি এখনও ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায় নেই।
- শার্দূল ঠাকুর: মুম্বইয়ের অভিজ্ঞ এই অলরাউন্ডার পায়ের পেশির চোটে ভুগছেন। চোট কাটিয়ে উঠলেও ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় দিল্লির বিরুদ্ধে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ম্যানেজমেন্ট।
- ঋষভ পন্থ: দিল্লির হয়ে মাঠে নামা হচ্ছে না ঋষভ পন্থেরও। ভারতীয় দলের অনুশীলনের সময় চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজেও তিনি খেলতে পারেননি। বর্তমানে বেঙ্গালুরুতে বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ তাঁর রিহ্যাব প্রক্রিয়া চলছে।
নক-আউটের সমীকরণ ও দলের পরিস্থিতি
মুম্বই ইতিমধ্যেই এক ম্যাচ হাতে থাকতেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে, দিল্লির জন্য এই ম্যাচটি কেবল সম্মান রক্ষার, কারণ লিগ পর্বের শেষ ম্যাচ জিতলেও নক-আউটে যাওয়ার সুযোগ নেই তাদের।
মুম্বই শিবিরের স্বস্তি:
১. কোয়ার্টার ফাইনালে যশস্বী জয়সওয়াল এবং শার্দূল ঠাকুর দুজনেই ফিরবেন বলে আশা করা হচ্ছে।
২. পারিবারিক কারণে লিগ পর্বের শেষ দুটি ম্যাচ থেকে বিরতি নেওয়া অজিঙ্ক রাহানেও কোয়ার্টার ফাইনালে দলের সঙ্গে যোগ দেবেন।
এক নজরে অনুপস্থিত তারকাদের তালিকা
| ক্রিকেটার | দল | কারণ | ফেরার সম্ভাবনা |
| যশস্বী জয়সওয়াল | মুম্বই | খাদ্যে বিষক্রিয়া | কোয়ার্টার ফাইনাল |
| শার্দূল ঠাকুর | মুম্বই | পেশির চোট | কোয়ার্টার ফাইনাল |
| ঋষভ পন্থ | দিল্লি | অনুশীলনে চোট | অনিশ্চিত (রিহ্যাব চলছে) |
| অজিঙ্ক রাহানে | মুম্বই | ব্যক্তিগত বিরতি | কোয়ার্টার ফাইনাল |

