Rahul Dravid | Asia Cup 2023: ‘খুবই মিস করেছি ওকে’! তৈরি হচ্ছে ভারতের কাপযুদ্ধের ‘ব্রক্ষ্মাস্ত্র’, জানালেন গুরু

 ১১ মাস মাঠের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোট সারিয়ে তিনি ফিরেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ়ের হাত ধরে। দু’টি ম্যাচে চার উইকেট নিয়ে সিরিজ় সেরাও হন তিনি। তাঁর নেতৃত্বেই ভারত হারিয়েছে আয়ারল্যান্ডকে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বুমরার ফিটনেস দেখে নিতেই তাঁকে পাঠানো হয়েছিল আয়ারল্যান্ডে। এবার বুমরার সামনে জোড়া কাপযুদ্ধ। বুমরাকে পেয়ে ভীষণ খুশি জাতীয় দলের হেডস্যর রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দ্রাবিড় জানিয়ে দিয়ে গেলেন যে, বুমরাকে একেবারে নতুন ভাবে গড়ে নিতে চান তিনি। তার জন্য এক মাস সময় রয়েছে তাঁর হাতে।

মঙ্গলবার দ্রাবিড় সংবাদসংস্থা পিটিআই-কে বুমরার ব্য়াপারে বলেন, ‘সত্যি ভালো লাগছে জসপ্রীত বুমরাকে ফিরে পেয়ে। বিগত দু’বছর ওকে খুবই মিস করেছি আমরা। আমি অবশ্যই বলব যে, ও সেভাবে খুব একটা ম্য়াচ খেলেনি। কিন্তু ওকে ফিরে পেয়েছি। ধীরে ধীরে ওকে মানিয়ে নেব। আয়ারল্যান্ড সফরে ও চার ওভার করে পেয়েছে। বিশ্বকাপের আগে পুরো এক মাস পাব বুমরাকে তৈরি করে নেওয়ার জন্য। আমাদের পেস বোলিং বিভাগে বিকল্প আরও বাড়ল বুমরা আসায়। বিশ্বকাপের মতো লম্বা টুর্নামেন্টে আমাদের সম্পদের বৃদ্ধি অত্যন্ত ভালো।’ বুমরার দিকে চোখ ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। বুমরার প্রত্যাবর্তন নিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি এক অনুষ্ঠানে কথা বলেছেন, সৌরভ বলেন, ‘বুমরাকে আয়ারল্যান্ডে ভালোই দেখলাম। টি-টোয়েন্টি দিয়ে শুরু করল। এবার পঞ্চাশ ওভারে বল করবে। ১০ ওভার বল করবে। সময়ের সঙ্গে ওর ফিটনেস আরও ভালো হবে।’

আয়ারল্য়ান্ড সফরের আগে, গতবছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টি-২০ খেলেছিলেন বুমরা। খেলেই ফের মাঠের বাইরে চলে গিয়েছিলেন জাতীয় দলের এক নম্বর পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফিতে খেলার কথা থাকলেও, শেষ পর্যন্ত বুমরার পা পড়েনি মাঠে। অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টানা রিহ্যাব চলছে বুমরার। এখন তিনি ফের আগুন ঝলসাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.