আইপিএলের মেগা নিলামের আগে বিরাট কোহলি জানালেন, অতীতে তাঁকে বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি একাধিকবার প্রস্তাব দিয়েছিল নিলামে নাম দেওয়ার জন্য। তবে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন বরাবর।
গত মরশুমের শেষে আরসিবির নেতৃত্ব ছেড়ে দেওয়া বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি উদ্বোধনী মরশুম থেকে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামেন। তিনি টানা আট বছর ব্যাঙ্গালোরকে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন।ট্রেন্ডিং স্টোরিজ
আরসিবির পডকাস্টে কোহলি বলেন, ‘আমাকে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছিল কোনওভাবে নিলামে নাম দেওয়ার। তবে এবিষয়ে আমার নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে। আরসিবির প্রতি আমার এই আনুগত্য সেরকমই, যেভাবে নিজের জীবনকে অনুসরণ করি। দিনের শেষে হয়তো পাঁচটা লোক বলবে তুমি এক্স-ওয়াই-জেডের হয়ে অবশেষে আইপিএল ট্রফি জিতলে। তার থেকে এই নিষ্ঠা অনেক বড়। মিনিট পাঁচেক আপনার ভালো লাগবে। তবে ষষ্ঠ মিনিটেই অন্য কোনও বিষয়ে জীবন দুর্বিসহ মনে হতে পারে।’
কোহলি আরও বলেন, ‘প্রথম তিন বছরে এই ফ্র্যাঞ্চাইজি আমাকে যা দিয়েছে, যেভাবে আমাকে সমর্থন করেছে, সেটা আমার কাছে অত্যন্ত বিশেষ। আরও অনেক ফ্র্যাঞ্চাইজির সামনে সুযোগ ছিল আমাকে সমর্থন করার। তবে কেউ পাশে দাঁড়ায়নি। কেউ আমার উপর বিশ্বাস রাখেনি।’