বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বিমানে চড়ার কথা ভারতীয় দলের। তার আগে রবিবার (১ু২ ডিসেম্বর) মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে গোটা ভারতীয় দল নেটে ঘাম ঝড়ালেও অনুপস্থিত কেবল একজন। তিনি আর কেউ নন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
সদ্য বিরাট কোহলিকে ছেঁটে ফেলে রোহিত শর্মাকে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়ে বিতর্কের অন্ত নেই। এরই মধ্যে বিরাট কোহলি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যুবরাজ সিংকে রবিবার তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানালেও ভারতীয় দলের অধিনায়ক বদল নিয়ে তাঁর থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরই মধ্যে ভারতীয় দলের অনুশীলন মিস করায় কোহলি, অধিনায়কত্ব বদল নিয়ে তাঁর অসন্তোষ ঘিরে জল্পনার আগুনে ঘি ঢাললেন।ট্রেন্ডিং স্টোরিজ
InsideSport-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডের সিনিয়ার আধিকারিক এবং নির্বাচকরা কোহলিকে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা আগেই জানিয়েছেন কোহলির ফোন বন্ধ রয়েছে। তবে গোটা বিষয় নিয়ে বিসিসিআই খুব বেশি চিন্তিত নন। এক সিনিয়ার আধিকারিক কোহলির ফোন না ধরার কথা স্বীকার করে নিয়ে জানান, ‘বিরাটকে এই বিষয়ে (ভারতীয় দলের অনুশীলন) অবশ্যই জানানো হয়েছিল। তবে আজ ও ক্যাম্পে যোগ না দিলেও আশা করছি কাল যোগ দেবে। হ্যাঁ, ওর ফোনের জবাব দেওয়া নিশ্চয়ই উচিত ছিল। তবে ও একজন পেশাদার ক্রিকেটার এবং শীঘ্রই ও দলের সঙ্গে যোগ দেবে।’
ওমিক্রন আতঙ্কে কড়া নিরাপত্তার মধ্যে ভারতের প্রোটিয়া সফর অনুষ্ঠিত হবে। রবিবারের অনুশীলনের পর তাই রামধনুর দেশের বিমান ধরার আগে ভারতীয় দল তিন দিন নিভৃতবাসে কাটাবে। তার আগেই টাচ ফিরে পেতে হাল্কা অনুশীলন করেন ভারতীয় ক্রিকেটাররা। কোহলি অনুপস্থিত থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম নেওয়া রোহিত, মহম্মদ শামি, জসপ্রীত বুমারাহরা এদিন সকলেই নেটে ঘাম ঝড়ান।