Mohammedan: পালতোলা নৌকা ডুবিয়ে চ্যাম্পিয়ন মহামেডান, টানা তিনবার লিগ জয় শতাব্দী প্রাচীন ক্লাবের

মহামেডান স্পোর্টিং ক্লাবের কলকাতা লিগ (CFL 2023) জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আন্দ্রে চের্নিশভের টিম ২-০ গোলে হারিয়ে দিল বাস্তব রায়ের মোহনবাগানকে ( Mohammedan SC vs  Mohun Bagan Super Giant)। এদিন গোল করলেন রেমসাঙ্গা এবং ডেভিড লাললানসাঙ্গার। এই নিয়ে ১৪ বার কলকাতা লিগ জিতল রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাব। ১৯৩৪ থেকে ১৯৩৮ পর্যন্ত টানা পাঁচ বার কলকাতা লিগ জিতেছিল মহমেডান ক্লাব। এবার কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল তারা। এদিন ম্যাচের ১৩ মিনিটে রেমসাঙ্গা কর্নার থেকে হেডে গোল করে এগিয়ে দেন। এরপর ৩৭ মিনিটে ব্য়বধান দ্বিগুণ করেন লাললানসাঙ্গার। লিগে ১৭ ম্য়াচে ২১ গোল করা হয়ে গেল গোলমেশিনের। রয়েছে চারটি অ্যাসিস্টও। বলাই বাহুল্য গোল সংখ্যায় ডেভিডের ধারেকাছে কেউ নেই।

মহামেডানের দীর্ঘবছরের কর্তা বেলাল আহমেদ খানকে, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ফোন করে জয়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। কথা বলতে গিয়ে আবেগে বেলালের গলা ধরে আসছি। তিনি জয়ের পর ফোনে বলেন, ‘এই ক্লাবই তো আমার ঘর, আমি তো দেখতে গেলে এখানেই থাকি। লিগ জয়ের হ্য়াটট্রিক করার অনুভূতি অসাধারণ। ৮৫ বছর পর লিগ জয়ের হ্যাটট্রিক হল। ১৯৪০ সালের পর ১৯৪১ সালেও আমরা কলকাতা লিগ জিতেছিলাম। একটুর জন্য হ্য়াটট্রিক হয়নি। এবার হ্যাটট্রিক হল। আমি সকল ফুটবলার, সাপোর্ট স্টাফ, সমর্থক ও আমাদের স্পনসরকে ধন্যবাদ জানাতে চাই।’ বেলালই জানালেন যে লিগ জয়ের হ্যাটট্রিক করার জন্য ফুটবলারদের পাঁচ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে। বেলাল নিজের ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে, সাদা-কালো ফুটবলাররা টিমবাসের মধ্যেই নাচানাচি শুরু করে দিয়েছেন। লিগের পারফরম্যান্সের বিচারে মহামেডানই যে যোগ্য শিরোপাধারী, তা নিয়ে কোনও সন্দেহ নেই কারোরই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.