বৃষ্টিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শনিবার ভেস্তে যেতেই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে গত বারের চ্যাম্পিয়নেরা। লিগ পর্বে আর একটি ম্যাচ রয়েছে অজিঙ্ক রাহানেদের। তবু আরও এক জন ক্রিকেটারকে দলে নিলেন কেকেআর কর্তৃপক্ষ!
আগামী ২৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর শেষ হয়ে যাবে কেকেআরের এ বারের অভিযান। আর কোনও খেলা নেই গত বারের চ্যাম্পিয়নদের। তবু মধ্যপ্রদেশের স্পিনার শিবম শুক্লাকে দলে নিলেন কেকেআর কর্তৃপক্ষ। ব্যক্তিগত কারণে রভম্যান পাওয়েল বিরতির পর আইপিএল খেলতে আসেননি। তাঁর পরিবর্ত হিসাবে ২৯ বছরের লেগ স্পিনারকে নেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নিয়ম অনুযায়ী, ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতির পর যে বিদেশি ক্রিকেটারেরা আসছেন না, তাঁদের পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে আইপিএলের দলগুলি। পরিবর্ত সেই ক্রিকেটারেরা খেলতে পারবেন শুধু এ বারের প্রতিযোগিতার বাকি ম্যাচগুলিতেই। আগামী বছর তাঁরা দলে থাকবেন না। এই নিয়মের সুযোগেই পাওয়েলের জায়গায় শিবমকে দলে নিল কেকেআর। অর্থাৎ ব্যাটারের বদলে বোলার নেওয়া হয়েছে। রবিবার সমাজমাধ্যমে শিবমকে সই করানোর কথা জানিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। তাঁকে ‘রহস্য স্পিনার’ বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সমর্থকদের সঙ্গে।
ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু এখনও করতে পারেননি শিবম। প্রথম শ্রেণি বা লিস্ট ‘এ’ (ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ) ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই তাঁর। মধ্যপ্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন আটটি উইকেট। তাঁর সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন ৬.৩০ রান। তিনটি ম্যাচে কোনও উইকেট পাননি। চারটি ম্যাচে একটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগে ১০ উইকেট নিয়েছেন। স্বভাবতই কেকেআর একটি ম্যাচের জন্য শিবমকে দলে নেওয়ায় বিস্মিত ক্রিকেটপ্রেমীদের একাংশ।