1/6লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের দৌড়ে উমেশ যাদবকে দুইয়ে নামিয়ে শীর্ষস্থান দখল করলেন। ৪ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ১১। তাঁর গড় ৯.৪৫। ইকোনমি রেট ৬.৫০। ছবি: এএনআই
![রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে উমেশ যাদবের ৫ ম্যাচে উইকেট সংখ্যা এখন ১০। তিনি নেমে গিয়েছেন দুইয়ে। তাঁর গড় ১৩.২০ এবং ইকোনমি রেট ৬.৬০। ছবি: এএনআই রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে উমেশ যাদবের ৫ ম্যাচে উইকেট সংখ্যা এখন ১০। তিনি নেমে গিয়েছেন দুইয়ে। তাঁর গড় ১৩.২০ এবং ইকোনমি রেট ৬.৬০। ছবি: এএনআই](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/11/600x338/ANI-20220410161-0_1649641988362_1649644055732.jpg)
![কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) 'অবহেলিত' কুলদীপ যাদবই, রবিবার তাদের বিরুদ্ধে ম্যাচেই ৪ উইকেট তুলে নেন। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে ফেললেন তিনি। তিনে থাকলেও উমেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কুলদীপ। তাঁর গড় ১১.৬০। ইকোনমি ৭.৪০। ছবি: এএনআই কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) 'অবহেলিত' কুলদীপ যাদবই, রবিবার তাদের বিরুদ্ধে ম্যাচেই ৪ উইকেট তুলে নেন। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে ফেললেন তিনি। তিনে থাকলেও উমেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কুলদীপ। তাঁর গড় ১১.৬০। ইকোনমি ৭.৪০। ছবি: এএনআই](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/11/600x338/ANI-20220410246-0_1649642011113_1649644032879.jpg)
![ওয়ানিন্দু হাসারাঙ্গা আবার এই তালিকায় চারে জায়গা করে নিয়েছেন। ৪ ম্যাচে ৮ উইকেট রয়েছেে তাঁর ঝুলিতে। তাঁর গড় ১৫.০০। ইকোনমি রেট ৭.৫০। ছবি: এএনআই ওয়ানিন্দু হাসারাঙ্গা আবার এই তালিকায় চারে জায়গা করে নিয়েছেন। ৪ ম্যাচে ৮ উইকেট রয়েছেে তাঁর ঝুলিতে। তাঁর গড় ১৫.০০। ইকোনমি রেট ৭.৫০। ছবি: এএনআই](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/11/600x338/ANI-20220330259-0_1649642047043_1649643998479.jpg)
![৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন আবেশ খান। তাঁর গড় ১৯.৭৫। ইকোনমি রেট ৮.৪৬। ছবি: এএনআই ৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন আবেশ খান। তাঁর গড় ১৯.৭৫। ইকোনমি রেট ৮.৪৬। ছবি: এএনআই](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/11/600x338/ANI-20220331385-0_1649642068993_1649643977978.jpg)
![রাহুল চাহার আবার ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে ছয়ে জায়গা করে নিয়েছেন। সাতে রয়েছেন খালিল আহমেদ। তিনি কেকেআর-এর বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৭ উইকেট। ট্রেন্ট বোল্ট চার ম্যাচে ৭ উইকেট নিয়ে রয়েছেন আটে। হার্ষাল প্যাটেল ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে নয়ে জায়গা করে নিয়েছেন। মহম্মদ শামি ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে দশে রয়েছেন। ছবি: পিটিআই রাহুল চাহার আবার ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে ছয়ে জায়গা করে নিয়েছেন। সাতে রয়েছেন খালিল আহমেদ। তিনি কেকেআর-এর বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৭ উইকেট। ট্রেন্ট বোল্ট চার ম্যাচে ৭ উইকেট নিয়ে রয়েছেন আটে। হার্ষাল প্যাটেল ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে নয়ে জায়গা করে নিয়েছেন। মহম্মদ শামি ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে দশে রয়েছেন। ছবি: পিটিআই](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/11/600x338/PTI04-03-2022-000243B-0_1649642096343_1649643952758.jpg)
1/6লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের দৌড়ে উমেশ যাদবকে দুইয়ে নামিয়ে শীর্ষস্থান দখল করলেন। ৪ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ১১। তাঁর গড় ৯.৪৫। ইকোনমি রেট ৬.৫০। ছবি: এএনআই
Designed using Magazine Hoot. Powered by WordPress.