IPL 2022: নয়া জার্সিতে IPL জয়ের লক্ষ্যে KKR, চলে এলেন ‘সুপারস্টার’ বেঙ্কটেশ আইয়ারও

1/11এবার নয়া ধাঁচের জার্সি পরে অনুশীলন শুরু করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যে জার্সিতে বেশ উন্মাদনার ভাব ফুটিয়ে তোলা হয়েছে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)

এবার কেকেআরের মূল স্পনসরও পালটে গিয়েছে। নয়া মূল স্পনসরের জমানায় নয়া ধাঁচের অনুশীলন জার্সি পরে মাঠে নেমেছেন নাইটরা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
2/11এবার কেকেআরের মূল স্পনসরও পালটে গিয়েছে। নয়া মূল স্পনসরের জমানায় নয়া ধাঁচের অনুশীলন জার্সি পরে মাঠে নেমেছেন নাইটরা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
তবে এখনও ম্যাচের জার্সি প্রকাশ করেনি কেকেআর। শীঘ্রই তা প্রকাশ করা হতে পারে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
3/11তবে এখনও ম্যাচের জার্সি প্রকাশ করেনি কেকেআর। শীঘ্রই তা প্রকাশ করা হতে পারে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
সোমবার থেকে অনুশীলন করেছে নাইট ব্রিগেড। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
4/11সোমবার থেকে অনুশীলন করেছে নাইট ব্রিগেড। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের কাছেই অনুশীলন করেন নাইট তারকারা। বরুণ চক্রবর্তী, শেলডন জ্যাকসন, শিবম মাভি, আমন খান, অশোক কুমার, বাবা ইন্দ্রজিৎ, রাশিখ দার, অভিজিৎ তোমর, অশোক শর্মা, প্রথম সিংরা অনুশীলনে নামেন। যাঁরা ইতিমধ্যে তিনদিনের নিভৃতবাস পর্ব কাটিয়ে ফেলেছেন। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
5/11নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের কাছেই অনুশীলন করেন নাইট তারকারা। বরুণ চক্রবর্তী, শেলডন জ্যাকসন, শিবম মাভি, আমন খান, অশোক কুমার, বাবা ইন্দ্রজিৎ, রাশিখ দার, অভিজিৎ তোমর, অশোক শর্মা, প্রথম সিংরা অনুশীলনে নামেন। যাঁরা ইতিমধ্যে তিনদিনের নিভৃতবাস পর্ব কাটিয়ে ফেলেছেন। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
প্রথমদিনে নেটে ব্যাট করেন শেলডনরা। একাধিক বড় ছক্কা হাঁকান সৌরাষ্ট্রের তারকা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
6/11প্রথমদিনে নেটে ব্যাট করেন শেলডনরা। একাধিক বড় ছক্কা হাঁকান সৌরাষ্ট্রের তারকা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
এসে গিয়েছেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালামও। তিনি বলেন, ‘আমাদের হাতে অত্যন্ত প্রতিভাবান দল আছে। কয়েকজন খেলোয়াড়কে আমরা খুব ভালোভাবে চিনি। কয়েকজনকে তেমন ভালোভাবে জানি না। আমি নিশ্চিত যে তাদেরও আমরা জানতে পারব। আমাদের হাতে যে দল আছে, তা নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।’ (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
7/11এসে গিয়েছেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালামও। তিনি বলেন, ‘আমাদের হাতে অত্যন্ত প্রতিভাবান দল আছে। কয়েকজন খেলোয়াড়কে আমরা খুব ভালোভাবে চিনি। কয়েকজনকে তেমন ভালোভাবে জানি না। আমি নিশ্চিত যে তাদেরও আমরা জানতে পারব। আমাদের হাতে যে দল আছে, তা নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।’ (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
এবার আইপিএলের বায়ো-বাবলে যোগ দেওয়ার আগে খেলোয়াড়দের নিভৃতবাসে কাটাতে হবে। তারপর দলের সঙ্গে যোগ দিতে পারবেন।। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
8/11এবার আইপিএলের বায়ো-বাবলে যোগ দেওয়ার আগে খেলোয়াড়দের নিভৃতবাসে কাটাতে হবে। তারপর দলের সঙ্গে যোগ দিতে পারবেন।। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
তারইমধ্যে কেকেআরের এসে গিয়েছেন বেঙ্কটেশ আইয়ার। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
9/11তারইমধ্যে কেকেআরের এসে গিয়েছেন বেঙ্কটেশ আইয়ার। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
এবার বেঙ্কটেশকে রিটেন করেছে কেকেআর। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
10/11এবার বেঙ্কটেশকে রিটেন করেছে কেকেআর। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkriders)
https://beb4553befa108043abf292347f65cc6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের অভিযান শুরু করতে চলেছে কেকেআর।
11/11আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের অভিযান শুরু করতে চলেছে কেকেআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.