আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটারদের শরীরী ভাষাতেই তা পরিষ্কার। কেকেআর-এর তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে তাদের ফিটনেস ট্রেনিংয়ে মেতে থাকতে দেখা গিয়েছে। তবে সবটাই খুব মজার ছলে।
ওয়াটার অ্য়ারোবিক্স থেকে শুরু করে জলে নেমে দামালপানা, নিজেদের মধ্যে বিভিন্ন প্রতিযোগীতা, হাসি হুল্লোড়োর মাঝেই মজাদার ফিটনেস ট্রেনিংয়ে মাতল নাইট ব্রিগেড। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হুহু করে তা ভাইরাল।
প্রথম ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে। গত বছর আইপিএলের ফাইনালে হারের মধুর বদলাটা প্রথম ম্যাচেই নিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারায় কেকেআর। প্রথমে ব্যাট করে সিএসকে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে সহজেই ১৩৩ রান করে ফেলে কলকাতা। ৬ উইকেটে তারা ম্যাচ জিতে যায়।
৩০ মার্চ অর্থাৎ বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে শ্রেয়স আইয়ারের টিম। ব্যাঙ্গালোর আবার তাদের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে বসে রয়েছে। তারা বুধবার জয়ে ফিরতে মরিয়া থাকবে। কেকেআর-ও চাইবে জয়ের ধারা ধরে রাখতে। নিঃসন্দেহে কলকাতার দর্শকরা বুধবার আরও একটি উত্তেজক ম্যাচ দেখার অপেক্ষায়।