দ্বিতীয় এক দিনের ম্যাচেও অনিশ্চিত বিরাট কোহলী। প্রথম এক দিনের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে, বিরাটের একটা ছোট চোট রয়েছে। কিন্তু দ্বিতীয় এক দিনের ম্যাচের আগেও বিরাটের চোট সারিয়ে মাঠে ফেরা অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিরাটের চোটের এখন যা অবস্থা তাতে বৃহস্পতিবার তাঁর মাঠে নেমে পড়া কঠিন। দ্বিতীয় এক দিনের ম্যাচেও প্রথম একাদশের বাইরে থাকতে পারেন বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও পর্যন্ত বিরাটের খেলা বা না খেলা নিয়ে কিছু জানানো হয়নি। ভারতীয় দল শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছে বিরাটের জন্য। টসের আগেও সুস্থ হয়ে উঠলে বিরাটকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই এক দিনের সিরিজ ভারতের।
মঙ্গলবারের ম্যাচেও টস অবধি অপেক্ষা করে তবেই বিরাটকে বাদ দিয়েছিল ভারত। মঙ্গলবার ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বিরাট কোহলী এবং অর্শদীপ সিংহের চোট রয়েছে।