ভারতের লাগাতার টস হারার দায় কি নিতে হবে রবি শাস্ত্রীকে? চাকরি যেতে পারে ভারতের প্রাক্তন কোচ তথা বর্তমানে ধারাভাষ্যকারের? অন্তত তেমনটাই ‘হুঁশিয়ারি’ দিয়েছেন আর এক ধারাভাষ্যকার মাইকেল আথারটন।
ওভালে সিরিজ়ের পঞ্চম টস হেরেছেন শুভমন গিল। এই নিয়ে শেষ ১৫ আন্তর্জাতিক ম্যাচে টস হেরেছে ভারত। রেকর্ড গড়েছে তারা। ভারতের এই ১৫ ম্যাচেই টসের সময় সঞ্চালক ছিলেন শাস্ত্রী। তাই তাঁকে নিশানা করেছেন আথারটন।
ভারতের প্রথম ইনিংস চলাকালীন ধারাভাষ্যকারদের মধ্যে বার বার উঠছিল টসের প্রসঙ্গ। সবুজ উইকেটে যে কোনও অধিনায়ক টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিতেন। ইংল্যান্ড সেটা করেছে। ভারত জিতলেও প্রথমে বল করত। এই টেস্টে টস গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত হেরেছে। তাই প্রথমে ব্যাট করতে হয়েছে তাঁদের।
এই প্রসঙ্গে ধারাভাষ্য দেওয়ার সময় আথারটন শাস্ত্রীকে বলেন, “তুমি সব টসের সময় থাকো। তুমিও এর জন্য দায়ী। তোমার চাকরি যাবে।” আথারটন অবশ্য মজার ছলেই শাস্ত্রীকে ‘হুঁশিয়ারি’ দিয়েছেন। পাল্টা শাস্ত্রী বলেন, “ওভালে তো কয়েন মাটিতে পড়ার পর শুভমন সে দিকে তাকায়নি। ও অন্য দিকে তাকিয়ে ছিল।” শাস্ত্রী বোঝাতে চেয়েছেন, বার বার টস হেরে শুভমনের আত্মবিশ্বাস এতটাই কম যে তিনি ঠিক কল করেছেন কি না, সেটাও দেখতে চাননি।
ভারতের অধিনায়ক বদলে গেলেও টস হারার ধারাবাহিকতা বদলায়নি। শেষ ১৫ ম্যাচের মধ্যে দুটো টি-টোয়েন্টি, আটটা এক দিনের ম্যাচ ও পাঁচটা টেস্ট রয়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। এক দিনের অধিনায়ক রোহিত শর্মা। টেস্টের শুভমন। অর্থাৎ, তিন অধিনায়কই ধারাবাহিকভাবে টস হেরেছেন। এখন দেখার ভারতের এই টস হারার রেকর্ড কত দিন চলে।