পছন্দের হুক শটই এখন দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে। এমন চলতে থাকলে বিপদ নিশ্চিত। বিরাট কোহলিকে সতর্ক করলেন সুনীল গাভাসকর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলির আউট হওয়ার ধরন দেখে হতাশা প্রকাশ করেন সানি।
ইনিংসের ১৩.১ ওভারে রোহিত শর্মা আউট হওয়ার পর ব্যাট হাতে ক্রিজে আসেন বিরাট কোহলি। আলজারি জোসেফের প্রথম যে দু’টি বল খেলেন বিরাট, দু’টিকেই তিনি বাউন্ডারিতে পাঠান। পরের বলে কোনও রান করতে পারেননি। তবে নিজের চতুর্থ বলেই আউট হয়ে বসেন কোহলি। শর্ট বলে হুক করার চেষ্টা করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে রোচের হাতে চলে যায়। কোহলি ৪ বলে ৮ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন।ট্রেন্ডিং স্টোরিজ
ম্যাচের শেষে সুনীল গাভাসকর স্টার স্পোর্টসের আলোচনায় জানান, দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজেও কোহলিকে শর্ট বলেই ফাঁদে ফেলার চেষ্টা করতে দেখা গিয়েছিল বোলারদের। বিরাট বল ছাড়তে চান না বলেই বোলাররা তাঁকে আটকানোর উপায় হিসেবে শর্ট বল ব্যবহার করছেন। সানি স্পষ্ট জানান, সিরিজের বাকি দু’টি ওয়ান ডে ম্যাচে শর্ট বল থেকে সতর্ক থাকতে হবে কোহলিকে।
গাভাসকর বলেন, ‘আমার মনে হয়েছে দক্ষিণ আফ্রিকানরাও এমনটাই করার চেষ্টা করেছে। টেস্টে তেমন একটা দেখা যায়নি, তবে ওয়ান ডে সিরিজে কোহলিকে বাউন্সে বিব্রত করার চেষ্টা চালিয়েছে। বিরাট সেই সব ব্যাটসম্যানদের দলে পড়ে, যারা ডাক করতে চায় না। ও হুক শট খেলতে সত্যিই পছন্দ করে। তবে এই শটে সবসময় নিয়ন্ত্রণ থাকে না।’
পরক্ষণে সানি বলেন, ‘এক্ষেত্রে যেমন ওর শট যথাযথ হয়নি। ও বাড়তি লাফিয়ে ওঠা বলটাকে মারার চেষ্টা করেছে। তাই ব্যাটের মাঝখানে লাগেনি। ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট হয়। সুতরাং, আমি মনে করি যে, বাকি ম্যাচগুলিতে ওকে শর্ট বলে সতর্ক থাকতে হবে।’