একজনের বয়স ৪০, অন্যজনের মাত্র ১৬। দুই প্রজন্মের দুই ক্রিকেটার একসঙ্গে জুটি বেঁধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এমন এক রেকর্ড গড়লেন, যা বিশ্বচ্যাম্পিয়ন দলগুলিও কখনও করে দেখাতে পারেনি। বুলগেরিয়ার বিরুদ্ধে ভালেত্তা কাপের ম্যাচে জিব্রাল্টার এমন এক দলগত বিশ্বরেকর্ড গড়ে, যা কার্যত অভাবনীয়ই বটে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম কোনও দল কোনও উইকেট না হারিয়ে ২০ ওভার ব্যাট করে। মালটার মার্শা স্পোর্টস ক্লাবে জিব্রাল্টারের দুই ওপেনার ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। প্রথমে ব্যাট করতে নেমে জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
৪০ বছর বয়সী বালাজি অবিনাশ পাই ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। নিশ্চিত শতরানের দোরগোড়ায় থেমে যেতে হয় ১৬ বছরের লুইস ব্রুসকে। তিনি ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৯৯ রান করে নট-আউট থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে বুলগেরিয়া লড়াই চালায় শেষ পর্যন্ত। তারা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে। ২১ রানে ম্যাচ জেতে জিব্রাল্টার।
বুলগেরিয়ার হয়ে সইম হুসেন ৩১ বলে ৬৪ রান করেন। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। ২৫ বলে ৪৬ রান করেন কেভিন ডি’সুজা। বালাজি ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেটও নেন। ব্রুস ৪ ওভারে ৩৯ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ব্রুস।