কাই হ্যাভার্টসের গোলে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। শনিবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতল ইংলিশ দলটি। এর আট মাস আগেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ের উৎসবে মেতেছিল চেলসি। শনিবার আবু ধাবির মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে শিরোপা নির্ধারনীকারি ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জয়ী হয় চেলসি। দ্বিতীয়ার্ধে তাদের এগিয়ে দিয়েছিলেন লুকাকু। এর আগেও একবার এই প্রতিযোগিতাটির ফাইনালে খেলেছিল চেলসি। ২০১২ সালের আসরে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল চেলসির।
শিরোপা নির্ধারনী ম্যাচে শনিবার শুরু থেকেই দুই দলই দারুণ খেলে। তবে তারা কেউই ক্লিন সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচে একটা সময়ে সেরা সুযোগটা পেয়েছিলেন চিয়াগো সিলভা। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের শট বাইরে চলে যায়। বিরতির পর অবশ্য এগিয়ে যায় চেলসি। ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রসে হেডে গোল করেন লুকাকু। তবে বেশিক্ষণ স্বস্তিতে ছিল না চেলসি। ৬৪তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান রাফায়েল ভেইগা। ট্রেন্ডিং স্টোরিজ
অতিরিক্ত সময়ের ৯৯তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত চেলসি। কাছ থেকে ক্রিস্টিয়ান পুলিসিকের প্রচেষ্টা প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে পোষ্টে লাগে। এমন সময় মনে করা হয়েছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে। তবে সেই ধারণা দ্রুত সময়ের মধ্যে ভুল প্রমাণ করেন কাই হ্যাভার্টস। অতিরিক্ত সময়ের তিন মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে গোল করেন তিনি। এরপরেই উৎসবে ভাসে চেলসি।