আসন্ন মরশুমে ISL খেলবে ইস্টবেঙ্গল! নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে পালিত হল বার পুজো

1/6করোনার জন্য গত দু’বছর বার পুজো হয়েছে নমো নমো করে। এ বার আবার ময়দানে ফিরল বার পুজোর চেনা মেজাজ। এ দিন নতুন ভাবে পথ চলার শপথ নিল ইস্টবেঙ্গল।  এ দিন ক্লাব তাঁবুর গেটটিকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। (ছবি:ফেসবুক)

প্রথা মেনে বাংলা বছরের প্রথম দিনে বার পুজো হল ইস্টবেঙ্গল ক্লাবেও। নির্ঘন্ট মেনে সকাল ৭.৫০ মিনিটে পুজো শুরু হয়। (ছবি:ফেসবুক)
2/6প্রথা মেনে বাংলা বছরের প্রথম দিনে বার পুজো হল ইস্টবেঙ্গল ক্লাবেও। নির্ঘন্ট মেনে সকাল ৭.৫০ মিনিটে পুজো শুরু হয়। (ছবি:ফেসবুক)
ক্লাব কর্তাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজি, মিহির বসু, তরুণ দে সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার ছিলেন। (ছবি:ফেসবুক)
3/6ক্লাব কর্তাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজি, মিহির বসু, তরুণ দে সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার ছিলেন। (ছবি:ফেসবুক)
বার পুজোর পর মিলিত ভাবে ক্লাবের পতাকা উত্তোলন করেন প্রাক্তন খেলোয়াড় ও ক্লাব কর্তারা। ক্লাবের তরফ থেকে এদিন জানান হয় যে আগামী মরশুমেও ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। (ছবি:ফেসবুক)
4/6বার পুজোর পর মিলিত ভাবে ক্লাবের পতাকা উত্তোলন করেন প্রাক্তন খেলোয়াড় ও ক্লাব কর্তারা। ক্লাবের তরফ থেকে এদিন জানান হয় যে আগামী মরশুমেও ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। (ছবি:ফেসবুক)
ইস্টবেঙ্গলের বার পুজোতে প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি নতুন প্রজন্মের ফুটবলাররাও এসেছিলেন। পুরানো নতুনের মিল দেখা গেল লাল হলুদ তাঁবুতে। (ছবি:ফেসবুক)
5/6ইস্টবেঙ্গলের বার পুজোতে প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি নতুন প্রজন্মের ফুটবলাররাও এসেছিলেন। পুরানো নতুনের মিল দেখা গেল লাল হলুদ তাঁবুতে। (ছবি:ফেসবুক)
প্রথা মেনে বাংলা বছরের প্রথম দিনে বার পুজো করার পরে গোলে শট মারেন প্রাক্তন ফুটবলাররা। ইস্টবেঙ্গল ক্লাবের সেই ছবিও ঘুরল সোশ্যাল মিডিয়ায়। (ছবি:ফেসবুক)
6/6প্রথা মেনে বাংলা বছরের প্রথম দিনে বার পুজো করার পরে গোলে শট মারেন প্রাক্তন ফুটবলাররা। ইস্টবেঙ্গল ক্লাবের সেই ছবিও ঘুরল সোশ্যাল মিডিয়ায়। (ছবি:ফেসবুক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.