হয় হারতে হচ্ছে। নয়তো কোনও মতে ড্র। জয়ের দেখা নেই এসসি ইস্টবেঙ্গলের। স্বাভাবিক ভাবেই রীতিমতো হতাশ লাল-হলুদ কোচ ম্যানুয়েল দিয়াজ। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও ফের ১-১ ড্র করেছে এসসি ইস্টবেঙ্গল। এই নিয়ে এই বছর আইএসএলে ৬টি ম্যাচ খেলে তিনটি ম্যাচ ড্র করেছে এবং তিনটি ম্যাচে তারা হেরেছে। দলের বেহাল দশা দেখে, নতুন করে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলেন না দিয়াজ। হতাশ গলায় বললেন, ‘জেতার মতো আমরা খেলছি না।’
রবিবার ম্যাচের পরে সাংবাদিকদের যা বললেন ম্যানুয়েল দিয়াজ:ট্রেন্ডিং স্টোরিজ
হঠাৎ করে গোলে শঙ্কর কেন?
ছয় নম্বর ম্যাচে আমরা তৃতীয় গোলকিপারকে মাঠে নামিয়েছি। এই পরিস্থিতিতে এটাই প্রয়োজন ছিল বলে এই সিদ্ধান্ত নিই। কারণ, অরিন্দমের চোট এখনও সারেনি।
প্রথমে গোল করেও ব্য়বধান ধরে রাখতে না পারার ধারা চলছেই!
আমাদের দলের অবস্থা এ রকমই। বিপক্ষ অনেক গোলের সুযোগ তৈরি করেছে। এক গোলে পিছিয়েও যেতে পারতাম আমরা। তবে আমাদের সৌভাগ্য যে, শুরুতে কেরালার গোল বাতিল হয়ে যায়।
রাজু গায়কোয়াড়ের পারফরম্যান্স না থাকা সত্ত্বেও কেন প্রতি ম্যাচে দলে?
দলের যা অবস্থা, তাতে রাজুকে খেলাতেই হচ্ছে। প্রতি ম্যাচেই আমাদের ভুল হচ্ছে। রাজু ভাল ফুটবলার বলেই ওকে প্রথম দলে রাখা হচ্ছে।
দল আর কবে জিতবে?
আমাদের এখনও অনেক পরিশ্রম করে যেতে হবে। নিজেদের আরও উন্নত করে তুলতে হবে। তিন পয়েন্ট পাওয়ার মতো পারফরম্যান্সই করতে পারছি না আমরা।
দ্বিতীয়ার্ধে দু’জন মিডফিল্ডারকে একসঙ্গে তুলে নেওয়ার কারণ কী?
পুরো দলের খেলাতেই উন্নতি দরকার। কোচ, খেলোয়াড় সবাই। আমাদের দু’জন খেলোয়াড় হলুদ কার্ড দেখে। ওরা ক্লান্তও হয়ে পড়ছিল। সেই কারণেই ওদের তুলে নিই।