কোহলিকে নিয়ে হতাশা বাড়ছে ভারতীয় সাজঘরে, সান্ত্বনা দিয়ে গেলেন দ্রাবিড়, প্রকাশ্যে ভিডিয়ো

ফর্মে নেই বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করতে নেমে প্রতি ম্যাচেই দলকে চাপে ফেলে দিচ্ছেন। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এল ৯ রান। হতাশ, ভেঙে পড়া কোহলিকে সাজঘরে সবার আগে সান্ত্বনা দিয়ে গেলেন কোচ রাহুল দ্রাবিড়। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়।

রিচি টপলের বলের লাইন বুঝতে না পেরে আউট হন কোহলি। তাঁর ফর্মে না থাকা ভারতীয় দলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বৃহস্পতিবার কোহলি আউট হয়ে সাজঘরে ফিরে বসেছিলেন সতীর্থদের সঙ্গে। তাঁকে যথেষ্ট হতাশ লাগছিল। কারও সঙ্গে কথা বলছিলেন না। সে সময় দেখা যায় দ্রাবিড় সাজঘরে ঢুকে প্রথমে কোহলির হাঁটুতে হাত দিচ্ছেন। তার পর কোহলিকে কিছু একটা বলছেন। দ্রাবিড়ের কথার কোনও জবাব দেননি কোহলি। শুকনো মুখে শুনেছেন। কোহলির পাশে বসে থাকা যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবদের মুখও সে সময় থমথমে দেখিয়েছে। ভারতীয় সাজঘরের সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1806361208121065740&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create&sessionId=3d03eddb36cb1189c2c30eaa587422739e6e6db7&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে করেছেন ৭৫ রান। দু’টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। আইপিএলে বেশ ভাল ফর্মে ছিলেন কোহলি। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করে কমলা টুপিও পেয়েছেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত হতাশই করলেন ক্রিকেটপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.