দীর্ঘদিন ধরেই অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির চেষ্টায় কোনও খামতি নেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির। ২০২৮ সালে অলিম্পিকের আসর বসবে সূদুর আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে। সেই গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়ে এখনও আশাবাদী আইসিসি। নিদেনপক্ষে ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবেও ক্রিকেটকে অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আইসিসির কর্মকর্তারা।
উল্লেখ্য সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার তরফে ২০২৮ গেমসের প্রাথমিক প্রোগ্রামের মধ্যে ২৮টি খেলার কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে জায়গা করে নিয়েছে স্কেটবোর্ডিং, সার্ফিং এবং স্পোর্টস ক্লাইম্বিং। অর্থাৎ ইতিমধ্যেই আইওসির তরফে গেমসের মূল খেলাগুলোকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়েও আইসিসি আশাবাদী শেষবেলাতে ক্রিকেট লস অ্যাঞ্জেলেস গেমসে ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবে জায়গা করে নেবে।
উল্লেখ্য বক্সিং, ভারোত্তোলন এবং আধুনিক পেন্টাথ্যালন এই তিনটি খেলাকে ২০২৮ সালের গেমস থেকে আপাতত বাদ রাখা হয়েছে। এই খেলাগুলোর আন্তর্জাতিক সংস্থাগুলোকে ২০২৩ সাল পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল। তাদের সামনে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। যা পূরণ করতে পারলে তবেই মিলবে ২০২৮ গেমসে অন্তর্ভুক্তির ছাড়পত্র। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেজিং শহরে ক্রীড়াসূচির লিস্ট ভোটাভুটির জন্য তোলা হবে। আয়োজক শহর লস অ্যাঞ্জেলেস ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবে কোন খেলাকে ঢোকানোর সুপারিশ করতে পারে। ক্রিকেটের পাশাপাশি বেসবল, সফ্টবল এবং আমেরিকান ফুটবল ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দৌঁড়ে থাকবে।