1/5মহিলা CPL-এ থাকছে শাহরুখ খানের দল, ৩ দলের মধ্যে আছে KKR-র ‘বোন’ TKR! 2/5এবার শুরু হতে চলেছে মেয়েদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার) 3/5ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ অগস্ট থেকে শুরু হবে সিপিএল। যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ছেলেদের সঙ্গে মেয়েদের টুর্নামেন্ট আয়োজিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার @sherodduncan) 4/5মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনটি দল থাকছে – বার্বোডাজ রয়্যালস, গায়ানা অ্যামাজন ওয়ারির্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্স। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @TrinbagoKnightRiders) 5/5অর্থাৎ সিপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানের যে দল আছে, সেই দল প্রতিনিধিত্ব করবে মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল) 2022-03-15