Covid-19 Breath Test: ফুঁ দিলেই বোঝা যাবে করোনা হয়েছে কি না, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই যন্ত্র

কোভিড-১৯ এখন মোটামুটি Endemic পর্যায়ে ঢুকে গিয়েছে। এমন কথাই বলছেন বিজ্ঞানীরা। আর এই পর্যায় যত এগোচ্ছে, ততই শক্তিশালী হচ্ছে এই লড়াইয়ের হাতিয়ারগুলি। ঠিক যেমন এবার বাজারে চলে এল করোনা সংক্রমণ পরীক্ষার নতুন যন্ত্র। শ্বাসের নমুনা থেকেই বোঝা যাবে করোনা সংক্রমণ হয়েছে কি না। 

কী এই যন্ত্র?

সম্প্রতি আমেরিকার The Food and Drug Administration বা FDA এই পরীক্ষাপদ্ধতিটিকে স্বীকৃতি দিয়েছে। সংস্থার প্রধান জেফ শ্যুরেন জানিয়েছেন, এই নতুন পরীক্ষাপদ্ধতি অত্যন্ত কার্যকর। এবং এটিতে করোনা সংক্রমণ টের পেতে খুব কম সময় লাগছে। 

এই যন্ত্রটিকে কী বলা হয়?

এটিকে বলা হচ্ছে Covid-19 Breathalyzer। প্রাথমিকভাবে InspectIR নামের একটি সংস্থার তৈরি যন্ত্র এখন ব্যবহার হচ্ছে। আরও বেশ কয়েকটি কোম্পানি এই ধরনের যন্ত্র নিয়ে আসছে। ছোট্ট ব্যাগের মতো মাপের এই যন্ত্র। এটির ছিদ্রে ফুঁ দিলেই হল। তাতেই বোঝা যাবে করোনা সংক্রমণ হয়েছে কি না। 

কত ক্ষণ লাগে সংক্রমণ ধরতে?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই Covid-19 Breathalyzer ব্যবহার করে সংক্রমণ টের পেতে সময় লাগে খুবই কম। মাত্র ৩ মিনিট। ফলে হাসপাতাল, বাড়ি, বিমানবন্দরে ব্যবহার করার জন্য এটি একেবারে আদর্শ যন্ত্র। 

এই যন্ত্রে লাভ কী হয়?

বিজ্ঞানীরা জানিয়েছেন, RTPCR বা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ক্ষেত্রে সময়টা একটা বড় অন্তরায়। বিশেষ করে RTPCR পরীক্ষায় অনেকটা সময় লেগে যায়। তাছাড়া নাক থেকে লালারস নেওয়া নিয়েও অনেকের ভয় থাকে। তাই তাঁরা পরীক্ষা করাতে চান না। সেই সব সমস্যার শেষ হবে এই নতুন পদ্ধতিতে। এখন আমেরিকায় শুরু হলেও অচিরেই অন্যান্য দেশেও এই যন্ত্র পাওয়া যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.