এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিমধ্যেই সোনা জিতে নিয়েছে। এবার ভারতীয় পুরুষ দলের সামনে সেই সুবর্ণ সুযোগ। হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) অ্যান্ড কোংয়ের পর, এবার সোনার পদক গলায় ঝোলানোর দোরগোড়ায় রুতুরাজ গায়কোয়াড়রা (Ruturaj Gaikwad)। আগামিকাল অর্থাৎ শনিবার সকাল সাড়ে এগারোটায় এশিয়াড ফাইনালে (Asian Games 2023) খেলবে টিম ইন্ডিয়া।
শুক্রবার অর্থাৎ আজ রুতুরাজরা প্রথম সেমিফাইনালে, বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্মড করেছে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান-পাকিস্তান। এই ম্য়াচে বাজিমাত করেন আফগানরা। তাঁরা ৪ উইকেটে হারিয়ে দেয় পাক দলকে। শেষ ল্য়াপে চলে গেল যুদ্ববিধ্বস্ত ক্রিকেটীয় দেশ। যার ফলে ‘সোনালি’ ফাইনালে হচ্ছে না ভারত-পাক!
এবারের এশিয়াড ক্রিকেটীয় কারণেই খুব গুরুত্বপূর্ণ। এশিয়াডে ফের ক্রিকেট ফিরেছে। ২০১৪ সালে ইনচিয়নে এশিয়াডে শেষবার ক্রিকেটের আসর বসেছিল। তবে ২০১৮ সালে জাকার্তা এশিয়াড থেকে ক্রিকেট বাদ পড়েছিল। এশিয়াডে ক্রিকেট ফিরতেই ভারতের মেয়েরা লিখেছে ইতিহাস। তাঁদের হাত ধরেই ভারত এই প্রথম ক্রিকেট থেকে এশিয়াডে পেয়েছে সোনা। আগামিকাল রুতুরাজরা সোনা পেলেই ভারতের ঝুলিতে আসবে ঐতিহাসিক ‘ডাবল গোল্ড’। পাকিস্তানকে হারিয়ে এশিয়াড ফাইনালের টিকিট পাকা করা, নিঃসন্দেহে আফগানদের জন্য় ঐতিহাসিক কৃতিত্ব।